মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ

মাগুরায় ফের শিশু ধর্ষণের শিকার, পরিবারের পাশে তারেক রহমান

তারেক রহমানের পক্ষে ধর্ষণের শিকার শিশুর পরিবারের খোঁজ নিতে হাসপাতালে রবিউল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
তারেক রহমানের পক্ষে ধর্ষণের শিকার শিশুর পরিবারের খোঁজ নিতে হাসপাতালে রবিউল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় বাস্তবায়ন হওয়ার পূর্বেই ফের ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার অভিযুক্ত সৈয়দ আলী নামের (৬৫) এক ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠিয়েছে।

গত সোমবার (১৪ জুলাই) বিকেলে মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে বাজার রাধানগর গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

মাগুরার শিশু ধর্ষণের এ বিষয়টি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিক শিশুটির পরিবারের সঙ্গে কথা বলতে চান এবং তার নির্দেশে ঢাকা থেকে প্রতিনিধি পাঠান।

শনিবার (১৯ জুলাই) মাগুরা সদর হাসপাতালে তারেক জিয়ার পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন শিশুটির পরিবার ও তার শারীরিক ব্যাপারে ডাক্তারদের সাথে কথা বলেন এবং তার উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা নেওয়ার বন্দোবস্ত করেন।

গরীব শিশুটির মা ও দাদা রবিউল ইসলাম নয়নের মাধ্যমে তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিশুটির দাদা জানান, গত সোমবার বিকেলে তার নাতনি প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে গিয়েছিল। কারণ সৈয়দ আলীর ছেলের একটি মেয়ে আছে এবং ওই শিশু মেয়েটির সঙ্গে খেলা করতেই ভুক্তভোগী শিশুটি পাশের বাড়িতে যায়। এই সুযোগে সৈয়দ আলী শিশুটিকে একা পেয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন করে। কিন্তু শিশুটি তাৎক্ষণিক পরিবার বা অন্য কারও সঙ্গে লজ্জা বা ভয়ে বলেনি।

মূলত, বাচ্চাটির মা তাকে রেখে অন্যত্র সংসার করছে এবং তার বাবা কাজের জন্য বাইরে থাকে। তাই শিশুটির অভিভাবক বলতে তার দাদাই আছেন। কিন্তু রাতে শিশুটি খাবার খেয়ে ঘুমাতে গেলে শিশুটি ব্যথাতে কাতরাতে থাকে। তখন তার দাদা বলেন- ঘুমাস না কেন, তখন শিশুটি তার দাদাকে গোপনাঙ্গে অতিরিক্ত ব্যথার কথা জানায় এবং ওখানে ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি বলে- প্রতিবেশী শিশু মেয়েটির দাদা বিকেলে আমার সঙ্গে খারাপ কাজ করেছে।

বিষয়টি জানার পর তার দাদা স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামকে তার নাতনির সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা বললে তাৎক্ষণিক মেম্বার তার নিজ মোটরসাইকেলে করে দাদা ও নাতিকে রাত ১০টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান জানান, শিশুটির গোপনাঙ্গ অতিরিক্ত ফোলা রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে ওই রাতে অ্যাম্বুলেন্সযোগে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয় এবং মাগুরা সদর হাসপাতাল শিশুটির ধর্ষণের যাবতীয় টেস্ট শেষে ধর্ষণ চেষ্টার সত্যতা নিশ্চিত করে এবং শিশুটিকে চিকিৎসা করার জন্য ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে মহম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সব নেতারা ও সর্বস্তরের জনগণ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব আলী বলেন, ওই রাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাগুরা-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সহযোগিতায় আমরা হাসপাতালে যাই এবং শিশুটির দাদাকে অভয় প্রদান করে তার নাতনির চিকিৎসা ও মামলার আইনানুগ সব রকম সহায়তায় আশ্বাস দিই।

তিনি বলেন, ওই রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে ও পরদিন মামলা পরবর্তী আদালতে প্রেরণ করে। কিন্তু আমরা দ্রুত ও সঠিক বিচারের দাবিতে বিএনপিসহ অঙ্গ সংগঠন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মহম্মদপুরে প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিতে মিছিল করি।

এ বিষয়ে রবিউল ইসলাম নয়ন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাগুরাসহ সারাদেশে যেকোনো ধর্ষণের বিপক্ষে আমাদের অবস্থান। ধর্ষণের বিষয়ে নিজ জেলা মাগুরা বাদেও সারাদেশের মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানাই। অসহায় মেয়েটির চিকিৎসাসহ তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচারের জন্য প্রয়োজনে সবাইকে নিয়ে রাজপথে নেমে ওই ধর্ষকের দ্রুত বিচারকার্য সম্পাদন করব।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান কালবেলাকে জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে এবং অভিযুক্ত সৈয়দ আলীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা রোধে রাজধানীতে মতবিনিময় সভা 

কোনো অবস্থাতে যেন বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় : সালাহউদ্দিন

অভ্যুত্থানে শহীদ বাঙলা কলেজের দুই ছাত্রের স্মরণে পদযাত্রা 

জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য: ড. মোর্শেদ

দেশের সংকট মোকাবেলা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: ডা. হারুন

নতুন ব্যবস্থাপনায় গ্রাহক-আমানত বেড়েছে ইউসিবিএলের

৪০টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে দেশবন্ধু গ্রুপ

মাগুরায় ফের শিশু ধর্ষণের শিকার, পরিবারের পাশে তারেক রহমান

পদ্মার ভাঙন রোধের দাবিতে গণসমাবেশ

ফেনীতে এবার নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ

১০

ব্যস্ততা বেড়েছে নৌকা তৈরির কারিগরদের

১১

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

১২

‘এখন আমি অনেকটাই সুস্থ’

১৩

স্টেডিয়ামে খাবার-পানি নেওয়ার অনুমতি, মানতে হবে ১২টি শর্ত

১৪

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা

১৫

বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ

১৬

বৃহস্পতিবারের মধ্যে লঘুচাপের শঙ্কা, ভারি বর্ষণের পূর্বাভাস

১৭

ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

১৮

প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন ‘রিল্যাক্স’

১৯

নির্বাচনের মাঠে এসে জনপ্রিয়তা যাচাই করুন : জুয়েল

২০
X