কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের মোবাইল চুরি, রাস্তায় দেয়াল তুলে বসালেন তারকাঁটা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তায় দেয়াল তুলে তারকাঁটা বসালেন স্থানীয় এক বাসিন্দা। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তায় দেয়াল তুলে তারকাঁটা বসালেন স্থানীয় এক বাসিন্দা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি রাস্তার জায়গা দখল করে নিচু দেয়াল নির্মাণ ও তার ওপর তীক্ষ্ণ তারকাঁটা বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জৈঠুয়ামুড়া গ্রামের বাসিন্দা হান্নান মিয়া তার বাড়ির সীমানা ঘেঁষে রাস্তার গায়ে দেয়াল নির্মাণ করেছেন এবং তার ওপর বসিয়েছেন তারকাঁটা। এতে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীদের জন্য এটি হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেয়ালটি উচ্চতায় প্রায় এক হাত হলেও এটি সরকারি রাস্তার জায়গার ওপর নির্মিত হওয়ায় স্থানীয়দের চলাচলের রাস্তা সংকুচিত হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, হান্নান মিয়া ইচ্ছাকৃতভাবে এমন বাধা সৃষ্টি করেছেন যাতে কেউ তার বাড়ির কাছাকাছি না আসে।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘আমরা একাধিকবার হান্নান ভাইকে বলেছি যেন রাস্তার জায়গা ছেড়ে দেয়াল নির্মাণ করেন; কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। বরং আমাদের অনুরোধকে উপেক্ষা করেছেন।’

স্থানীয় যুবক শরীফ হোসেন বলেন, ‘রাস্তার ওপর এমন তীক্ষ্ণ তারকাঁটা বসানো খুবই বিপজ্জনক। কিছুদিন আগেই একটি শিশু সেখানে আহত হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রশাসনের কাছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সপ্তাহে পঞ্চম শ্রেণির এক শিশু স্কুলে যাওয়ার সময় পিচ্ছিল রাস্তায় পড়ে দেয়ালের তারকাঁটায় গুরুতর আহত হয়। তার হাতে গভীর জখম হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের বিষয়ে হান্নান মিয়া কালবেলাকে বলেন, ‘আমার বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় বাচ্চারা দেয়ালের ওপর উঠে পড়ে, দেয়াল ময়লা করে। এমনকি জানালার পাশে থেকে আমার মেয়ের মোবাইল চুরি হয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে নিচু দেয়ালের উপর তারকাঁটা বসিয়েছি, যেন নিরাপত্তা বজায় থাকে।’

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এ ধরনের নির্মাণ আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাতে জনগণের চলাচলে কোনো বাধা না থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন

শিশু পাচারের ভয়ংকর চিত্র, মায়ের গর্ভে থাকা অবস্থায়ই বিক্রি!

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

৪০ বছরের রপ্তানি খাতে এমন সংকট দেখিনি : এ কে আজাদ

৯ ম্যাচ পর টস ভাগ্য ফিরল লিটনের

সারজিসের দুঃখ প্রকাশ

সেই ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

শতবর্ষী বিদ্যালয়ের মাঠ রক্ষায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

কুয়েত বিমানবন্দরে বিপুল জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ খান

১০

যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠদের সম্পদ বিক্রির চেষ্টা, দুদকের উদ্যোগ

১১

কুয়েট সংকটের সমাধান হয়নি ৫ মাসেও, শঙ্কায় শিক্ষার্থীরা

১২

জামায়াত আমিরের চিকিৎসা সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত

১৩

ঝালকাঠির ভাসমান হাট দেখে মুগ্ধ আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৪

সারজিস ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা

১৫

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

১৬

‘সৎ ও নেতৃত্বের গুণাবলীসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার’

১৭

যুক্তরাজ্যে তড়িঘড়ি করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন আ.লীগ নেতারা

১৮

৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জবি ছাত্রদলের স্মারকলিপি

১৯

পানিশূন্য ডোবায় ৭ লাখ টাকার ঘাট

২০
X