কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও তিনজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোরে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের শান্ত (২০) নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।

আহতরা হলেন কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮) এবং তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে একদল চোর হানা দেয়। ওই সময় গরুর মালিক শামসুদ্দিন মোল্লা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। চোরদের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার, চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করা হয়।

এ সময় স্থানীয়রা চোর চক্রের চারজনকে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক অন্য তিনজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিহত শান্তর মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, গণপিটুনিতে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গরু চুরির অভিযোগে চারজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে একজন মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ

স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছিল আ.লীগ : রহমাতুল্লাহ

সমালোচনার মুখে গ্রাফিতি মোছার ব্যাখ্যা দিলেন জেলা প্রশাসক

‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা বিএনপির

বছরজুড়েই রাসূলুল্লাহর (সা.) জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

উচ্ছেদ আতঙ্কে মালপাহাড়িয়ারা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যা বললেন অপু বিশ্বাস

১০

গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

১১

রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা

১২

‌‘মন্ত্রী-সচিব হাঁপ ছেড়ে বাঁচল, সারওয়ার আল্লাহর কাছে শুকরিয়া জানাল’

১৩

জিয়ার সৈনিকের লাশ পড়ে ছিল শীতলক্ষ্যা-বুড়িগঙ্গায় : রিজভী

১৪

আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে : ডা. তাহের

১৫

নতুন জার্সি স্পনসরশিপ বিসিসিআইয়ের জন্য আশীর্বাদ!

১৬

ইউনূস কার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন : এমএম আকাশ

১৭

হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল খানকা

১৮

ফের মাস্টার্সের সুযোগ চান সাবেক সমন্বয়কসহ ৬ নেতা

১৯

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

২০
X