রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে এনসিপির পদযাত্রাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

সিলেটে এনসিপির পদযাত্রাকে ঘিরে প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন স্থানীয় নেতারা। ছবি : কালবেলা
সিলেটে এনসিপির পদযাত্রাকে ঘিরে প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন স্থানীয় নেতারা। ছবি : কালবেলা

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্র ঘোষিত ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসীকে সঙ্গে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ পদযাত্রায় অংশ নিতে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) এনসিপির সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

আয়োজকরা জানান, এনসিপি পুরোনো চিন্তাধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জুলাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যেই সিলেটবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে।

তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। পুরোনো চিন্তাধারা ভেঙে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা ও জনসম্পৃক্ততায় ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। সেই পথচলার ধারাবাহিকতায় এ পদযাত্রাও ইতিহাস গড়বে। সবাই এগিয়ে আসুন, আমাদের সঙ্গে একাত্ম হয়ে সামনের পথে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে আমাদের পথপ্রদর্শক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান। সঞ্চালনা করেন সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জেলা যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা, মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর যুগ্ম সমন্বয়কারী, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নুরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার ও মুস্তাকিম আহমদ মুস্তাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১০

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১১

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১২

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৩

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৪

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৫

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৬

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৭

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৮

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

১৯

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

২০
X