জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং সাবেক সংসদ সদস্য শফিকুল আলম খোকার জ্যেষ্ঠ সন্তান কাকলি কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাকলি জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি।
জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে জামালপুর পৌর শহরের স্টেশন রোডের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক কালবেলাকে বলেন, নাশকতার অভিযোগে কাকলিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কাকলির বাবা শফিকুল ইসলাম খোকা জামালপুর-৩ (মেলান্দহ, মাদারগঞ্জ) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন।
মন্তব্য করুন