খুলনা ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা ৪ আসনে পারভেজ মল্লিকের জনসংযোগ

খুলনা ৪ আসনে পারভেজ মল্লিকের জনসংযোগ

প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে খুলনার ৪ আসনের নিজ সংসদীয় এলাকায় জনসংযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক। বুধবার (২৩ জুলাই) তেরখাদা ও দিঘলীয়ার একাধি এলাকায় বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট জনগনের কাছে পৌঁছে দেন তিনি।

এসময় পারভেজ মল্লিক ও তার নেতাকর্মীরা তেরখাদার মধুপুর ইউনিয়ন ও দিঘলিয়ার গাজীরহাটস্থ বাজার গুলোতে গিয়ে এলাকাবাসীর খোঁজ খবর নেন এবং নির্বাচন করার আশাবাদ ব্যাক্ত করে দোয়া ও সমর্থন চান।

মধুপুর ইউনিয়নের একটি বাজারে চা চক্রে অংশগ্রহণকালে পারভেজ মল্লিককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা।

তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে নেমেছি। এই দাবি শুধু বিএনপির নয়, দেশের প্রতিটি সাধারণ মানুষের দাবি।

খুলনা ৪ আসনে বিএনপিকে কলঙ্কিত করার যে কোন অপচেষ্টা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন নেতাকর্মীরা।

পারভেজ মল্লিক বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। শুধু দেশে নয়, প্রবাসেও সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে এগিয়ে আসতে হবে। এটি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দেশের জনগন এখন ভোট দিতে আগ্রহী। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আনবে বলে আশব্যাক্ত করেন তিনি।

পারভেজ মল্লিক বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠী এখনোও ষড়যন্ত্র করছে। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য গ্রাম-গঞ্জে ধানের শীষকে জয়যুক্ত করতে ঝাঁপিয়ে পড়তে হবে।

জনসংযোগ চলাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, তেরখাদায় আমরা কখনও এমপি পায়নি। এই আসনে অনেক এমপি আসছে - গেছে কিন্তু কেউ তেরখাদাবাসীর খোঁজ নেয়নি। তবে এবার আমাদের সন্তান দেশে ফিরেছে, সে সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবে। আমরা সবাই একত্রিত হয়ে এই আসন পারভেজ মল্লিককে উপহার দেব।

তারা আরও বলেন, বিগত সরকারের আমলে আমরা বারবার নির্যাতনের শিকার হয়েছি, জেলে গিয়েছি। আমাদের অনেক নেতাকর্মী দলকে ভালবেসে লড়াই-সংগ্রাম-আন্দোলনে সামনের কাতারে থেকেছেন। সবাইকে ঐক্যবদ্ধ করেই আগামী দিনে দলকে ক্ষমতায় নিয়ে যেতে কাজ করতে হবে।

তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাকু, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপি নেতা গোলজার আলম, লালিম শেখ, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

ঢাবি উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের প্রতিবাদ কর্তৃপক্ষের

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর চায় : এসএম জাহাঙ্গীর

আরও একটি ট্রফি হাতছাড়া রোনালদোর

জাতীয় সনদে জনআকাঙ্ক্ষা থাকতে হবে : আ স ম রব

ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান সাদিক কায়েমের

মানুষ কেন হাই তোলে? গবেষণায় জানা গেল নতুন তথ্য

১০

বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

১১

মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরি, থানায় মামলা

১২

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৩

কাঠগড়ায় টুলে বসলেন মাইটিভির নাসির, ৪০ মিনিট দাঁড়িয়ে ক্ষোভ আনিসুল-মেননের

১৪

মির্জা ফখরুলের কাছে যেসব প্রশ্ন রাখলেন ফুয়াদ

১৫

মেঘনার দুই ইলিশ বিক্রি সাড়ে ১১ হাজার

১৬

ভারত বুঝতে পেরেছে, চীনের সঙ্গে বন্ধুত্বটা কেন দরকার

১৭

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৮

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

১৯

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

২০
X