সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘বুশরা গ্রুপের’ তিন কর্মকর্তা

বাঁ থেকে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশ ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা
বাঁ থেকে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশ ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা

সাতক্ষীরায় গ্রাহকের জমা করা কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন উপজেলার হাজার হাজার গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়েছে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা।

প্রতিষ্ঠানটি হলো সাতক্ষীরার বহুল পরিচিত বুশরা গ্রুপ। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি., বুশরা হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠান।

আর লাপাত্তা হওয়া কর্মকর্তারা হলেন- বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশ ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এদিকে টাকা আদায়ের জন্য ভুক্তভোগী গ্রাহকরা গত ২৩ জুলাই কালিগঞ্জ ফুলতলা সড়কে নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশের মালিকানাধীন এমআর পরিবহন আটকে দেন। পরে টাকা দেওয়ার আশ্বাস দিলে আবার গাড়ি ছেড়ে দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ।

অনুসন্ধানে জানা গেছে, সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়েই ২০০২ সাল থেকে প্রথমে বুশরা সমবায় সমিতির কার্যক্রম শুরু করে। তবে এ সাইন বোর্ডের আড়ালে প্রতি লাখে মাসে ২ হাজার টাকা মুনাফার প্রলোভনের ফাঁদে ফেলে তারা। এ কার্যক্রম শুরু হয় কালিগঞ্জ উপজেলা থেকে।

পরে জেলাজুড়ে মোট ১২টি অফিসের মাধ্যমে এর কার্যক্রম চালায়। এছাড়া খুলনা শহরে রয়েছে প্রধান কার্যালয়। বর্তমানে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে ডিপোজিট জমা নিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে বুশরা গ্রুপ। সমবায় সমিতি আইন ২০২৩ সংশোধিত অনুযায়ী ব্যাংকিং কার্যক্রমে জিপিএস, এফডিআর ও সঞ্চয় হিসাব খুলে কোনো গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে না।

অথচ এখানে এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে ক্ষুদ্রঋণের নামে ইসলামী নাম ব্যবহার করে গ্রামের সহজ সরল, দিনমজুর, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী লোকদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত গ্রহণ করে জমি কিনে প্লট, ফ্ল্যাট বিক্রির ব্যবসাসহ বিজনেস গ্রুপ খুলে সাতক্ষীরা জেলাজুড়ে আমানত সংগ্রহ করার জন্য মোড়ে মোড়ে চোখ ধাঁধানো অফিস খুলে কার্যক্রম চালিয়ে আসছে।

সোমবার (২৮ জুলাই) সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে জানা যায়, বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কাছে নলতার সম্রাট সু’র মালিক রহমত সাড়ে ৬ লাখ, সোনাটিকারীর স্বপন ৮০ লাখ, জাহাঙ্গীর ৬ লাখ, হাকিম ৫ লাখ, কালীগঞ্জের মুজিব ৫০ লাখ, মিজান ২২ লাখ, আমিন ১৭ লাখ, রশিদ ৪ লাখ, চাঁচাই গ্রামের রাশেদুল ৫০ হাজার, উভাকড় গ্রামের উদ্ভব চন্দ্র ৪ লাখ এবং ভাড়া সিমলার শহিদুল ৮ লাখ টাকা আমানত রাখেন। এছাড়া, বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. জেলা জুড়ে ১২টি অফিসের মাধ্যমে কয়েক হাজার গ্রাহকের প্রায় কোটি কোটি টাকা আমানত জমা রাখে।

একাধিক গ্রাহক জানান, আমাদের আমানতের টাকা দিয়ে সাতক্ষীরা, খুলনা শহরে জায়গা কিনে ফ্ল্যাট এবং প্লটের ব্যবসা শুরু করে। পরে এমআর পরিবহন চালু করে সেখান থেকে মোটা অঙ্কের শেয়ার বিক্রির প্রলোভনের ফাঁদে ফেলে বিজনেস গ্রুপ নামে মোড়ে মোড়ে আরও একটি অফিস খুলে লাখে ২ হাজার টাকা মুনাফার শর্তে আমানত সংগ্রহ করে। হঠাৎ করে বছর ৩ আগে থেকে আমানতের উপর লভ্যাংশ কমিয়ে লাখে ১৫শ/১২শ টাকা দেওয়া শুরু করে।

তারা অভিযোগ করে বলেন, গত জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার দেশ ছাড়া হলে বদলে যায় বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এবং এমআর বিজনেস গ্রুপের কার্যক্রম।

কালিগঞ্জ উপজেলার উভাকুড় গ্রামের উদ্ভব চন্দ্র বলেন, আমি ৪ লাখ আমানত রেখেছি কয়েক বছর আগে। কয়েক মাস ধরে আমি আমার আমানতের মূল টাকা ফেরত নিতে কালিগঞ্জ অফিসে যাচ্ছি। তবে আমার টাকা দেওয়া তো দূরে থাক, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এমনকি মাসখানেক ধরে অফিসও খুলছে না।

একই অভিযোগ কালিগঞ্জ উপজেলার পারুলগাছা এলাকার পশু চিকিৎসক সাইফুল ইসলামের। সাইফুল বলেন, আমি জমি কেনার জন্য গচ্ছিত ১০ লাখ টাকা আমানত রাখি। প্রায় দেড় বছর ধরে টাকা উত্তোলনের জন্য কালিগঞ্জ ব্রাঞ্চে ঘুরাঘুরি করছি, আজও টাকাটা পাইনি। সম্প্রতি তারা অফিস বন্ধ রেখেছে। এখন আমার টাকার কী উপায় হবে?

তিনি বলেন, আমার এলাকার ৩০-৪০ জন লাখ লাখ টাকা আমানত রেখেছে। তারাও টাকা চেয়ে পাচ্ছে না। প্রশাসনের উচিত বুশরার সব সম্পত্তি নিয়ে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক বুশরা গ্রুপে কর্মরত এক কর্মকর্তা বলেন, গ্রাহকের আমানতের টাকায় বুশরা গ্রুপের বর্তমানে বুশরা হাসপাতাল, বুশরা পলিটেকনিক ছাড়াও ৫০ বিঘার মতো বিরান শ্রেণির জমি রয়েছে। সর্বসাকুল্যে যার সম্ভাব্য মূল্য হবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা।

তিনি বলেন, গ্রাহকের টাকায় অধিকাংশ সম্পদ পরিচালনা পরিষদের কয়েকজন কর্মকর্তার নামে কেনা হয়েছে। এর মধ্যে বুশরা গ্রুপের বর্তমান চেয়ারম্যান শেখ শরিফুল ইসলামের নামে সাতক্ষীরা ও খুলনা শহরে প্রায় শত বিঘা জমি রয়েছে। এছাড়া নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশ বুশরা গ্রুপের টাকায় নিজ নামে গড়ে তুলেছেন এমআর পরিবহন। রয়েছে জমি, প্লট, ফ্ল্যাটসহ অনেক সম্পত্তি।

ওই কর্মকর্তা জানান, বুশরা গ্রুপের আরেক পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি বুশরার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে বুশরা গ্রুপের পক্ষে তিনি বুশরা হাসপাতালটি পরিচালনা করেন। সাতক্ষীরা শহরে তার নামে-বেনামে রয়েছে তিনটি বাড়ি। এছাড়া প্রায় শত বিঘা জমি রয়েছে তার নামে।

এসব বিষয়ে জানতে বুশরা গ্রুপের চেয়ারম্যান শরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশ ও পরিচালক আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।

সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার বলেন, বুশরা গ্রুপ আমাদের কাছ থেকে কয়েকটি ছোট সমিতির নিবন্ধন নিয়েছে। তবে তাদের বিভিন্ন ব্যবসা আছে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বুশরার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পাঠিয়েছে।

তিনি বলেন, অভিযোগগুলো পর্যালোচনা করে দেখেছি বুশরা গ্রুপ মানুষের সঙ্গে প্রতারণার করেছে। তার নিবন্ধিত সমিতির বাইরে বিভিন্ন নামে গ্রাহকের টাকা জমা রেখেছে। প্রাথমিকভাবে এসব বিষয়ে বুশরা কর্তৃপক্ষকে সতর্ক করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিশেষ সতর্কতা জারি, চলবে কড়া নজরদারি

‘সিডনীতে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন’, বনি আমিনের ফেসবুক পোস্ট

নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর

মানুষ যখন জাগবে তখন ইতিহাস বদলাবে : তাসনিম জারা

নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনা জটিল হবে : এহসানুল হুদা

একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না : আমীর খসরু

ভুক্তভোগীর নয়, আ.লীগ নেতার মামলা নিলেন ওসি

ভাত খাওয়া নিয়ে দুই ভাইয়ের তর্ক, অতঃপর...

বিএসএফের বাধায় আটকে আছে বেড়িবাঁধ মেরামত কাজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে থাকা ৭ অঙ্গীকারনামা

১০

আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না : তাসনিম জারা

১১

আ.লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে : জাগপা

১২

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

১৩

জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে

১৪

যুক্তরাজ্যে মাল্টিপল ভিসার আবেদন খালেদা জিয়ার

১৫

স্বাস্থ্যকেন্দ্র থেকে শটগান ও গুলি উদ্ধার

১৬

‘ভুল’ ঢাকতে ভুলের বৃত্তে বিওএ!

১৭

বিএমডিএ কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সিঙ্গাপুরে সাঁতারু সামিউলের রেকর্ড

১৯

প্রধান উপদেষ্টাকে সৌদি যাওয়ার আমন্ত্রণ

২০
X