অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে দুটি আইসক্রিম কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, খোলা বাজার থেকে বিভিন্ন ব্যান্ডের মোড়ক কিনে এনে অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের আইসক্রিম বানানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মো. মাইনুদ্দিন (৫২) পিতা নিজাম উদ্দিনকে ৫০ হাজার ও মো. সোহাগ (২২) পিতা আলা উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন