জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী পৌরসভার সামনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা মাসব্যাপী পদযাত্রা করে বিপ্লবের এই নগরী নরসিংদীতে এসেছি। বিপ্লবের ইতিহাস আমরা কেউ ভুলে যাইনি। আমাদের এখনো মনে আছে ১৮ জুলাইয়ের কথা। ১৮ জুলাই নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিলেন। ১৫ বছর বয়সী শিক্ষার্থী তাহমিদকে গুলি করে হত্যা করেছিল সিই ফ্যাসিস্টরা। সেদিন আরও শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন।
তিনি আরও বলেন, নরসিংদী জেলার ২২ জন শহীদ হয়েছে। এই অভ্যুত্থানে এবং এই বিপ্লবে নরসিংদী ছাত্র-জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু এক বছর পরও জুলাই পদযাত্রায় আমরা একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কাজকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতেও দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয়নি। আমরা কিছুই বলিনি, আমরা কোনো দাবি থেকেও সরে আসিনি। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আপনাদের এই দাবিগুলো আদায় করে ছাড়ব।
নাহিদ ইসলাম বলেন, নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল, সেই সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে। আমাদের এখনো রাজপথে নামতে হচ্ছে। আমরা আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী এলেই আমরা শহীদ মিনার থেকেই আমাদের দাবি আদায় করে ছাড়তে পারব। শুধু নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরবাসী এলেই ঢাকা ভরাট হয়ে যাবে।
এর আগে পথসভায় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকায় এনসিপির সমাবেশ ঘিরে যারা নেতাকর্মীদের ওপর হাত তুলবে, তাদের জবাব দেওয়া হবে।
এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়তে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া বিএনপি-জামায়াতসহ অন্য দলগুলোকে ক্ষোভ ভুলে আবারও ঐক্য হওয়ার আহ্বান জানান।
এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিকেল সাড়ে ৪টায় পদযাত্রা শুরু করে ৬টায় নরসিংদী পৌরসভা চত্বরে পথসভায় অংশগ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, মুখপাত্র শামান্তা শারমিন, মুখপাত্র ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক অ্যাড. শিরিন আক্তার শেলীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মন্তব্য করুন