শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৬:৩৭ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

বিদেশ থেকেও স্কুলশিক্ষিকা তুলছেন বেতন, নিচ্ছেন সুযোগ-সুবিধা

ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে আমেরিকান নাগরিকত্ব নিতে দীর্ঘদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। তিনি প্রতি বছর সামান্য ছুটি নিয়ে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করেও সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই শিক্ষকের নাম মোছা. মর্জিনা বেগম। তার স্বামী-ছেলে এবং ছেলের বউ ইতোমধ্যে আমেরিকায় নাগরিকত্ব পেয়েছেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও নীরব ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়ানাধীন ফকিরেরকুটি এলাকার রানু মিয়া তার ছেলের সুবাদে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নেন। রানু মিয়ার স্ত্রী মর্জিনা বেগম স্থানীয় ফকিরেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনিও এখন নাগরিকত্ব অর্জনের জন্য নিয়মিত প্রতি বছর নির্দিষ্ট সময়ে আমেরিকায় অবস্থানের জন্য নামে মাত্র ছুটি নিয়ে দীর্ঘদিন বিনা ছুটিতে সে দেশে অবস্থান করেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষক হাজিরা খাতায় গত ২ জুন তারিখ পর্যন্ত মর্জিনা বেগমের স্বাক্ষর রয়েছে। ৩ জুন তারিখ হতে অদ্যাবধি হাজিরা খাতায় তার নামের স্থান ফাকা রয়েছে। ২০২৪ সালের ২২ মার্চ থেকে ১ জুন পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলেও জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক মর্জিনা বেগম প্রধান শিক্ষকের নিকট ৩ মাসের ছুটি চেয়েছিলেন। এটি প্রধান শিক্ষকের এখতিয়ারবহির্ভূত হওয়ায় তিনি ছুটি দেননি। পরে ওই শিক্ষিকা রংপুর বিভাগীয় উপপরিচালকের নিকট হতে ২৪ জুন থেকে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত মোট ২৫ দিনের ছুটি অনুমোদন নিয়েছেন, যার কাগজ গত ২৫ জুলাই তারিখে স্কুলে পৌঁছেছে।

প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, মর্জিনা বেগমের ছুটির বিষয়ে আমি কিছু জানি না, সব উপরওয়ালা জানেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৫ দিন ছুটি অনুমোদনের একটি পত্র পেয়েছি।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা.) মো. কামরুজ্জামান জানান, শিক্ষক মর্জিনা বেগম ২৪ জুন থেকে হতে ১৮ জুলাই পর্যন্ত ২৫দিন ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অসুস্থ স্বামীকে দেখতে গেছেন। পরবর্তী সময়ের জন্য ছুটি বৃদ্ধি করতে না পারলে চাকরিবিধি মোতাবেক শাস্তি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার বাংলাদেশের

১৯ টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ

ঢাকায় আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ২২, এক সেনা কর্মকর্তা হেফাজতে

হাসপাতালে গিয়ে বদরুদ্দীন উমরের খোঁজ নিলেন নাহিদ

কুয়েতে ১৩০ বাংলাদেশি শ্রমিক বিপাকে

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

দেশ গড়তে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

‘এই এদের ধরেন তো’, সেই ওসিকে প্রত্যাহারের দাবি

চট্টগ্রামে ভূমিকম্প, আতঙ্কে ছোটেন অনেকে

শেষ সময়ে ঐকমত্য কমিশনের সভা বর্জন করল বাম দলগুলো

১০

বিশ্রাম চান না মেসি

১১

পল্লবী এলাকায় চাঁদাবাজদের তালিকা তৈরির নির্দেশ আদালতের

১২

‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’

১৩

ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না : রাশেদ প্রধান

১৪

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক আর দৃঢ় করার সুযোগ রয়েছে

১৫

তালিকাভুক্তিতে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কোম্পানিগুলোর সঙ্গে আইসিবির সভা

১৬

৫ আগস্ট সৃষ্টি না হলে দেশের মানুষ মুক্তি পেত না : ন্যাশনাল ছাত্রমিশন

১৭

‘শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট’

১৮

ব্যাংক মার্জারে সরকার বিনিয়োগ করে লাভসহ ফেরত পাবেন : গভর্নর

১৯

ছোট বেলায় আমি...

২০
X