চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের শক্তিতেই দেশ বিশ্ব নেতৃত্বের সক্ষমতা অর্জন করবে : চসিক মেয়র

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির ‘জেনারেল কাউন্সিল ২০২৫’-এ অতিথিরা। ছবি : কালবেলা
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির ‘জেনারেল কাউন্সিল ২০২৫’-এ অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তারুণ্যের শক্তিতেই বাংলাদেশ বিশ্বে নেতৃত্বদানের সক্ষমতা অর্জন করবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। তরুণরা বাঁধা ডিঙাতে পারে, জয় করতে জানে।

তিনি বলেন, বাংলাদেশে তরুণ প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রমাণ করেছে, অধিকার হরণ বা অবমূল্যায়ন হলে তারা দাঁড়িয়ে যেতে জানে, পাথর ভেঙে এগিয়ে যেতে পারে। ইমুখ ভয়েসের মতো সংগঠনের কার্যক্রম ও নেতৃত্বের মাধ্যমে আমরা সে পথেই এগিয়ে চলেছি।

শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠিত ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির ‘জেনারেল কাউন্সিল ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ কাউন্সিলের মূল প্রতিপাদ্য ছিল ‘নেতৃত্বে তারুণ্য : নতুন বাংলাদেশের রূপরেখা’।

বক্তারা বলেন, আজকের তরুণদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের আত্ম-উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ অর্জনেও সক্রিয় হতে হবে। শিক্ষা মানে শুধু সনদ নয়, এটি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সঙ্গে যুক্ত। সে শিক্ষা ও মূল্যবোধ নিয়েই যুব সমাজকে জাতি ও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, বক্তারা ইয়ুথ অব ভয়েস বাংলাদেশের এ ধরনের আয়োজনকে তরুণ নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ বিশ্বাস করে-নেতৃত্ববান, মানবিক ও সচেতন যুবসমাজই আগামীর বাংলাদেশকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে সক্ষম।

যুবনেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ ২০১৩ সাল থেকে এক দশকের বেশি সময় ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এবারের সম্মেলনে চট্টগ্রামের ৪২টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ১৪৫ জন প্রতিনিধিসহ প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তরুণ আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও সমাজকর্মীরা। যারা আগামীর নেতৃত্বে দেশের মানবিক ও টেকসই উন্নয়নের স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে চলেছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ) ব্যারিস্টার শাহনেওয়াজ মুনির ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া আরও বক্তব্য দেন- ইয়ুথ ভয়েসের সদ্য সাবেক চট্টগ্রাম সিটি কমিটির প্রেসিডেন্ট ডা. মুনিরা তারেক মোদকার, ইয়ুথ ভয়েসের বর্তমান চট্টগ্রাম সিটি কমিটির কো-অর্ডিনেটর মোহাম্মদ আশিকুর রহমান, ডেপুটি কো-অর্ডিনেটর আরেফিন বিল্লাহ, ইয়ুথ ভয়েসের চট্টগ্রাম সিটি কমিটির প্রথম সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন চার ধরনের ভিসা চালু করল আমিরাত, পরিবর্তন পুরোনো নিয়মেও

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা আসিফের

ডেঙ্গুতে ঝরল আরও ৩ প্রাণ, হাসপাতালে ৭৩৫

দেশে নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : এম এ মালেক

১৩ মাসে ১৪ খুন, উদ্বিগ্ন জনসাধারণ

৪০ কোটি টাকা পাচার, ১৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা 

ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে রুখতে পারবে না : গয়েশ্বর

লোভনীয় অফারে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার হতে যাচ্ছেন থালাপতি বিজয়?

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড

১০

দুর্গাপূজায় অসহায়দের পাশে সনাতনী অধিকার আন্দোলন

১১

বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজের মৃত্যু

১২

‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা হবে’ 

১৩

৮৯ বার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

১৪

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

১৫

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

এবার দুর্নীতির মামলায় সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার

১৭

পদ্মার এক ঢাই মাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি

১৮

ঝড় তুললেন পরী মণি

১৯

রেলিং ভেঙে ঝুলে পড়ল ট্রাক

২০
X