ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি-চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুবসমাজ

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি-চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি-চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি-চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা।

শনিবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ছিনতাইবিরোধী যুবসমাজের ব্যানারে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা শাড়ি-চুড়ি নিয়ে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানির সঙ্গে সাক্ষাৎ করে দুই দিনের আলটিমেটাম দেন।

এ সময় ছাত্র ও যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন- ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম, নূরে আলম নিলয়, মওলানা শাহরিয়ার মোস্তাফায়ী, রিয়াদ ইসলাম, হান্নান আহমেদ হিমুসহ বেশ কয়েকজন নেতা।

এ বিষয়ে ছাত্রনেতা আজহারুল ইসলাম রিদম বলেন, ‘আমরা ভৈরবে নিরাপদে নেই। শনিবার সকালেও ভৈরবে ছিনতাই হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও এ ঘটনা ঘটছে। ভৈরব থানা পুলিশ এসব প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আজকে আমরা থানা পুলিশের জন্য শাড়ি-চুড়ি নিয়ে এলেও তাদের দেইনি। দুই দিনের আলটিমেটাম দিয়েছি। যদি ভৈরবকে ছিনতাইমুক্ত না করতে পারে তাহলে আমরা থানার প্রতিটি পুলিশকে শাড়ি-চুড়ি উপহার দেব।’

এ বিষয়ে যুব নেতা নূরে আলম নিলয় বলেন, ‘কয়েক মাসের মধ্যে আমরা অষ্টম দফায় ছিনতাইবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছি। ভৈরবে ছিনতাই ভয়াবহ রূপ ধারণ করেছে। আর আমরা বিক্ষোভ সমাবেশে করব না। ভৈরবে প্রশাসন যদি ছিনতাই নির্মূল করতে না পারে আমরা প্রশাসনের বিরুদ্ধে কঠিন আন্দোলনে নামব।’

এ বিষয়ে ভৈরব থানা পুলিশ জানায়, আমাদের দায়িত্বে কোনো গাফিলতি নেই। প্রতিদিন চুরি ও ছিনতাইকারী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও তারা এক সপ্তাহের মধ্যে জামিনে বেরিয়ে আসে।

জানা যায়, শনিবার সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থানের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে পরিবারটি। এ সময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা।

পরে ভুক্তভোগী সকালে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের দরে বিকেল চারটায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা।

এ বিষয়ে ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে নাঈম মিয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাইম শহরের পঞ্চবটি এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে। নাইমের দেওয়া তথ্য মতে বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে। ছাত্র ও যুবসমাজ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসার বিষয়টি দুঃখজনক। তবে আমি তাদের আশ্বস্ত করেছি দ্রুত সময়ের মধ্যে ভৈরবে ছিনতাই নির্মূল করা হবে৷’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ রোববার

দুই বছর পর বড় পর্দায় অপু বিশ্বাস

চ্যাটজিপিতে যুক্ত হলো অ্যাপল মিউজিক

১ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি

দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড

ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

কুমিল্লার যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ

ইসরায়েলের বিরুদ্ধে কিয়ার স্টারমারের কাছে আবেদন

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

১০

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল

১১

অদ্ভুত অজুহাতে ৩ বছরে ৩ বিয়ে, অতঃপর...

১২

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

১৩

বাস-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১৪

ইসরায়েলের পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৫

৮০ ফুট উঁচু ক্রিসমাস ট্রি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১৬

নামাজরত ব্যক্তির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি সেনা

১৭

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু, এসএমএসে জানা যাবে স্ট্যাটাস

১৮

চায়ের দোকানে ঢুকে পড়ল প্রাইভেটকার, নিহত দোকানি

১৯

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৬ ​

২০
X