নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:৩৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে তুলে নেওয়ার ঘণ্টাখানেক পর লাশ ফেলে গেল সন্ত্রাসীরা

নিহত সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন। ছবি : কালবেলা
নিহত সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন। ছবি : কালবেলা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫৫) দিনদুপুরে তুলে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তাকে অস্ত্রের মুখে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

ঘণ্টাখানেক পর চান্দাইশ এলাকায় সড়কের পাশে তার লাশ ফেলে যায়। এ ঘটনার পর গ্রামের অন্তত ১৫টি ঘরে আগুন দেওয়া হয়েছে। নিহত আলাউদ্দিনের উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস দেড়েক আগে গরু খাস খাওয়াকে কেন্দ্র করে আলিয়ারা গ্রামের সালেহ আহম্মেদ মেম্বার ও শেখ ফরিদ গ্রুপের সঙ্গে প্রয়াত চেয়ারম্যান সুরুজ মিয়া ও তার ছেলে আলাউদ্দিন মেম্বারের দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে গত ২৫ জুলাই দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় দুপক্ষই মামলা করেছে।

নিহতের স্বজনদের দাবি- ওই ঘটনার জেরে আলাউদ্দিনকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।

আলাউদ্দিনের ভাতিজার স্ত্রী দেলোয়ারা আক্তার মিন্নী বলেন, আমার চাচাশ্বশুর একজনের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে জোর করে সিএনজিতে তুলে হাত ও মুখ বেঁধে ফেলে। তাদের হাতে অস্ত্র ছিল। তাকে গাড়িতে তোলার সময় তিনি চিৎকার দেন। তখন স্থানীয়রা তাদের ধাওয়া দেয়, কিন্তু আটকাতে পারেননি। পরে চান্দাইশ এলাকায় তার লাশ ফেলে যায়।

এদিকে, এ ঘটনার পর সালেহ আহম্মেদ ও শেখ ফরিদ পক্ষের অন্তত ১৫টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেখ ফরিদ পক্ষের দাবি, নিহত আলাউদ্দিনের লোকজন বাড়িঘরে আগুন দিয়েছেন। তবে নূর মোহাম্মদ নামে একজন বলেন, শেখ ফরিদ ও সালেহ মেম্বার গ্রুপ নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়ে অন্যদের ফাঁসানোর চেষ্টা করছেন। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। হত্যায় জড়িত থাকার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সালেহ আহম্মেদ ও শেখ ফরিদদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, দুপুরে আলাউদ্দিন নামে একজনকে ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আমরা দেখতে পাই তিনি আগেই মারা গেছেন।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক কালবেলাকে বলেন, পূর্বের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ওষুধ শিল্পে সংকট-ঝুঁকি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে যেসব রেকর্ড গড়ল ক্যারিবীয়রা

‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীও গ্রেপ্তার

খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার কর্মসূচি বিএনপির 

রেলপথ অবরোধে আটকা ৬টি ট্রেন

শুটিং চলাকালীন স্টাফের ‘রহস্যজনক’ মৃত্যু

ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে

ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যায় না : ডা. জাহিদ

ক্ষুব্ধ বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দোন্নারুমার

১০

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

১১

অটোরিকশা চালককে গুলি করে হত্যা

১২

মারা গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

১৩

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন

১৪

অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা কি জায়েজ আছে?

১৫

আবারও বিপৎসীমার ওপরে তিস্তার পানি

১৬

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

১৭

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ

১৮

বিলুপ্তির পথে সুস্বাদু বৈরালি

১৯

আত্মহত্যা নিয়ে হিরো আলমের নতুন সিদ্ধান্ত

২০
X