হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল মজিদকে গ্রেপ্তারের পর নাটকীয়ভাবে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা জুরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
স্থানীয়র জানান, সোমবার (০৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে বানিয়াচং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে নৌকাযোগে থানায় নেওয়ার সময় বাড়ির সামনেই নৌকা থেকে লাফ দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে বানিয়াচং থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গ্রাম ঘেরাও করে অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় সে পানিতে লাফ দেয়। পরে থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তবে সে জীবিত না মৃত তা নিয়েও কোনো তথ্য নেই। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বানিয়াচং থানা পুলিশের সাথে জনতার সংঘর্ষে পুলিশের গুলিতে অন্তত ৯ জন মারা যায়। এটি ছিল জেলার মধ্যে সবচেয়ে বড় ধরনের হত্যাকাণ্ড।
মন্তব্য করুন