নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

অভিযুক্ত ইউপি সদস্য মো. আল-আমিন। ছবি : কালবেলা
অভিযুক্ত ইউপি সদস্য মো. আল-আমিন। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদের জেলা পরিষদের বরাদ্দকৃত একটি মসজিদের নামে টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মো. আল-আমিনের বিরুদ্ধে। তিন বছর পূর্বে মসজিদের পাশে টিউবওয়েল বসানোর জন্য জেলা পরিষদের বরাদ্দের ৫০ হাজার টাকা তুললেও এখনো কাজ শুরু করেননি তিনি।

জানা যায়, নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ৭নং ওয়ার্ডের বিষ্ণুকাঠি গ্রামে হাওলাদার বাড়ির বায়তুল ফালাহ জামে মসজিদের নামে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠোমো রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্পে মসজিদ টিউবওয়েল স্থাপন বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা। এ বরাদ্দকৃত ৫০ হাজার টাকা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন উত্তোলন করলেও নানা অজুহাতে ও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, মসজিদের টিউবওয়েল বসানোর কথা বলে জেলা পরিষদের প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ করেছেন ইউপি সদস্য আলামিন। একাধিকবার কাজের প্রতিশ্রুতি দিলেও টিউবওয়েলের বরাদ্দকৃত টাকা তিনি নিজের পকেটে রেখে দিয়েছেন। সরকারি বরাদ্দের টাকা মসজিদ কমিটির কাছে বুঝিয়ে না দিয়ে ব্যক্তিগতভাবে পকেটে রাখার কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ মিয়া অভিযোগ করে বলেন, ‘আমাদের মসজিদের জন্য জেলা পরিষদ একটি টিউবওয়েল বরাদ্দ দেয়। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ইউপি সদস্য আল আমিন তা স্থাপন করেননি। আমরা বারবার বলার পরও তিনি কোনো গুরুত্ব দেননি। বরং সেই টিউবয়েলের বরাদ্দ টাকা সে আত্মসাৎ করেছেন।’

তিনি বলেন, ‘তিন বছর আগে সারেংকাঠি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মোট ৯টি টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৮টি স্থাপিত হলেও ক্ষমতার জেরে শুধু ৭নং ওয়ার্ডের টিউবওয়েলটি বসায়নি ওই আলামিন মেম্বার।’

মসজিদ কমিটির অন্যতম সদস্য ও সমাজসেবক আব্দুল কুদ্দুস খান বলেন, ‘আল আমিন কিছু পাইপ কিনেছিলেন বটে, পাইপগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত বিধায় নষ্ট হয়ে গেছে। অন্য কিছু দৃশ্যমান দেখা যাচ্ছে না। কাজের জন্য বারবার তাগিদ দিলেও তিনি কেবল কাল-পরশু বলে সময় নষ্ট করছেন। মসজিদের মুসল্লিদের টিউবওয়েলের জন্য দিন দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। আল-আমিন মেম্বার টিউবওয়েল বসাক নতুবা বরাদ্দের অবশিষ্ট টাকা মসজিদ কর্তৃপক্ষের কাছে জমা দিক।’

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওই ইউপি সদস্য মো. আল আমিন হোসেন অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘জেলা পরিষদ থেকে টিউবওয়েল স্থাপন করার জন্য ৫০ হাজার টাকা পেয়েছিলাম। তৎকালীন সময়ে কিছু পাইপ ক্রয় করেছিলাম কিন্তু নানা জটিলতার জন্য আজও টিউবওয়েল বসানো হয়নি। কিছুদিনের মধ্যে বসানোর চেষ্টা করব।’

সারেংকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারি প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। টাকা আত্মসাৎসহ সব অভিযোগের বিষয়ে আমরা খোঁজখবর নেব। অভিযোগ প্রমাণিত হলে অর্থ ফেরতসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

রচনার বিদায়, এবার দিদিদের সামলাবেন মীর

পদ ফিরে পেলেন বিএনপি-যুবদলের ৩ নেতা

কালবেলার হাতে কলরেকর্ড, সেই খণ্ডিত মরদেহ নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য 

কালবেলায় সংবাদ প্রকাশ / ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ফাটানো সেই প্রধান শিক্ষক বরখাস্ত 

ফেসবুক মনিটাইজেশন হারানো এড়ানোর সহজ কিছু টিপস

১০৩ রানে পিছিয়ে আয়ারল্যান্ড, বাংলাদেশের দরকার ৩ উইকেট

দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়াল এনসিপি

পিপলস চয়েসে শীর্ষে মিথিলা

১০

বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে পর্তুগাল

১১

চা বিক্রির সময় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

১২

৩ দেশের ৪ সংগঠনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩

নগদে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৫

‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো’

১৬

চাঁদপুর-২ আসনের জন্য এনসিপির মনোনয়ন কিনলেন মিরাজ

১৭

পায়ে যেসব লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত

১৮

মরিচ গাছ চুরি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

১৯

পাবলিক ওয়াইফাই ব্যবহার নিয়ে সতর্কতা গুগলের

২০
X