রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫২ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের বরাদ্দের বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভ

রাজশাহী রেলস্টেশনে বরাদ্দের ট্রেন যাত্রা উপযোগী না হওয়ায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
রাজশাহী রেলস্টেশনে বরাদ্দের ট্রেন যাত্রা উপযোগী না হওয়ায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহীতে রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি পছন্দ না হওয়ায় বিক্ষোভ করেছেন কর্মসূচিতে যোগ দিতে আগ্রহীরা ছাত্র-জনতা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই ব্লকেট কর্মসূচি শুরু করে। ফলে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের ৪৫ মিনিট বিলম্বে রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

ব্লকেট কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, বিশেষ ট্রেন হিসেবে আমাদের জন্য যে ট্রেনটি বরাদ্দ দেয়া হয়েছে তা খুবই নিম্নমানের। ট্রেনটি দেখার পর আমাদের মন খুব খারাপ হয়ে যায়। এজন্য আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য রেল লাইনে অবস্থান নিই। কিন্তু অন্য কোন ট্রেন না থাকায় বাধ্য হয়ে সেই ট্রেনেই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শহিদুল আলম বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের জন্য সরকার যে ট্রেন বরাদ্দ দিয়েছে আমরা সেই ট্রেনই দিয়েছি। ট্রেনটির নন এসি হওয়ায় শিক্ষার্থীদের পছন্দ হয়নি। এজন্য তারা বিশেষ ট্রেনটি আটকে দিয়ে রেল লাইনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা ট্রেনটি আটকে দেয়ায় ট্রেনটি ৫৩ মিনিট বিলম্বে ৮টা ১৩ মিনিটে বিশেষ ট্রেনটি রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

তিনি বলেন, ঢাকাগামী সিল্কসিটি ট্রেন সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সেটি ৪৫ মিনিট বিলম্বে ৮টা ২৫ মিনিটে রাজশাহী স্টেশন ছেড়ে যায়। বিশেষ ট্রেনে কমপক্ষে ৪০০ জন শিক্ষার্থী রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর প্রায় ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী যারা বিশেষ ট্রেনটি চলে যাওয়ার পরও রেল লাইনে অবস্থান করছিলেন তাদেরকে সিল্কসিটি ট্রেনে উঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সকল রুটের ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে বলেও জানান স্টেশন ম্যানেজার।

জানা গেছে, জুলাই ঘোষণাপত্র ঘিরে বরাদ্দ ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ৮ জোড়া ট্রেনের জন্য প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তাদের চিঠিতে কোন কোন জায়গায় ট্রেন দিতে হবে, কখন ট্রেন ঢাকায় পৌঁছাতে হবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে, তা উল্লেখ করেছে। সে অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। জুলাই অধিদপ্তর তাদের চিঠিতে বলেছে, ট্রেনগুলো বেলা ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে। কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য তারা একটি সূচি তৈরি করেছেন। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন, ৪ আগস্ট রাত সাড়ে ১১টায়। এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ৫ আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে। ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরতি যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে কাছের গন্তব্যের ট্রেনগুলো ছাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘোষণা

ক্ষমতার বাইরে থেকেও মানুষের হৃদয়ে থাকা যায়: অপূর্ব

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন 

নতুন বছরে ইসলামী ছাত্রনেতাদের ভাবনা-প্রত্যাশা

তারেক রহমান ও ফখরুলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত বেড়ে ৫

ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির

ফের সূর্যের দেখা নেই, ব্যাহত স্বাভাবিক জনজীবন

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

১০

রবি মৌসুমে সবুজ বিপ্লবের প্রস্তুতি, লক্ষ্য ৭ হাজার হেক্টর জমি

১১

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

১২

তিস্তা খননকে কেন্দ্র করে সংঘর্ষ, আনসার ক্যাম্প ভাঙচুর

১৩

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

১৪

বছরের শেষ দিনে জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

১৫

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৬

সাতসকালে নিয়ন্ত্রণ হারাল বালুর ট্রাক, নিহত ৪

১৭

আলজাজিরার বিশ্লেষণ / চার কারণে যুদ্ধবিরতিতে অনাগ্রহ নেতানিয়াহুর

১৮

রাতে ব্যবসায়ীর ওপর হামলা, চিনে ফেলায় পেট্রোল ঢেলে আগুন

১৯

সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের স্ট্যাটাস 

২০
X