ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি ও উজানের ঢলে ফসল হারানোর শঙ্কায় কৃষকরা

বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতির মুখে পড়া আউশ ধানের ক্ষেত। ছবি : কালবেলা
বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতির মুখে পড়া আউশ ধানের ক্ষেত। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও তলিয়ে যাচ্ছে আধাপাকা আউশ ধান। যার ফলে উপজেলার নিম্নাঞ্চলের স্থানীয় কৃষকদের মধ্যে ফসল হারানোর শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন তারা।

স্থানীয়রা জানান, এ উপজেলাটি ভারত সীমান্তবর্তী হওয়ায় ভারতীয় পাহাড়ি ঢলের পানি অনায়াসেই প্রবেশ করে এ উপজেলায়। যার ফলে কিছুদিন ধরে হতে থাকা বৃষ্টি ও উজানের ঢলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক জলাবদ্ধতার কারণে ডুবতে বসেছে আধাপাকা ধানের জমি। যার ফলে নিচু এলাকাগুলোর ফসলি মাঠে আধাপাকা আউশ ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আউশ ধান আবাদ হয়েছে ৫ হাজার ১৪৮ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ও গত বছরের বন্যার কারণে জমিতে জমা পলির কারণে এ বছর আউশ ধান ভালো হয়েছে। তবে বৃষ্টি ও উজানের পানিতে নিম্নাঞ্চলের মাঠগুলোর ফসল ক্ষতির মুখে পড়ছে। এ সংকট থেকে উত্তরণের লক্ষ্যে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা ঘুরে দেখা গেছে, উজানের ঢল ও বৃষ্টির ফলে এ উপজেলা দিয়ে প্রবাহিত ঘুঙুর ও শালদা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে এসব নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল, নন্দীপাড়া, নাইঘর এলাকা, শশীদল ইউনিয়নের বাগড়া, নাগাইশ, ছোট নাগাইশ, দেউশ, সাজঘর, চৌব্বাস এলাকা ও চান্দলা ইউনিয়নের চারাধারি, হুরারপাড়সহ বেশ কিছু এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। কোথাও কোথাও তলিয়ে যাচ্ছে ফসলি জমি। না পাকায় কৃষকরা আউশ ধান ঘরে তুলতে পারছেন না। যার ফলে কৃষকরা ফসল হারানোর ভয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন।

উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকার কৃষক শাহজালাল বলেন, দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের আধাপাকা আউশ ধান প্রায় ডুবতে বসেছে। গত বছরও শালদা নদী ও গোমতী নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় আমাদের আধাপাকা ও পাকা ধান নষ্ট হয়েছিল। ধারদেনা করে এবার আউশ আবাদ করেছিলাম। এবারও পানিতে ডুবে ক্ষেতের ফসল নষ্ট হলে পথে বসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

উপজেলার নাগাইশ এলাকার কৃষক ইব্রাহিম খলিল বলেন, বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে আমাদের খালবিলে ও ফসলি মাঠে পানি বাড়ছে। সবেমাত্র আউশ ধানে ধোর বের হচ্ছে, কোনো কোনো ক্ষেতে আধাপাকা ধান। এ সময় ফসল পানির নিচে তলিয়ে গেলে ফসল নষ্ট হয়ে যাবে। গত বছরের মতো এবারও ফসল নষ্ট হয়ে গেলে ক্ষতির মুখ থেকে আমরা আর উঠে দাঁড়াতে পারব না।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি জমে উপজেলার নিম্নাঞ্চলের ফসলি মাঠে আধাপাকা ধান হুমকির মুখে পড়েছে। তবে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোথাও পানি কমতে শুরু করেছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে কাটার উপযোগী ধান দ্রুত কেটে ফেলার জন্য। আশা করছি ফসলের বড় কোনো ক্ষতি হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X