প্রাপ্ত বয়স না হওয়ায় সমাজকল্যাণ অধিদপ্তরের হটলাইন ১০৯৮ নম্বরে কল দিয়ে নিজের বিয়ে নিজেই ঠেকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী।
শুক্রবার (১৬ জুন) বিয়ে হওয়ার কথা থাকলেও এর আগের দিন বৃহস্পতিবার হটলাইনে কল করে কিশোরী। কলটি এক্সটেনশন নম্বর হিসেবে তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদের কাছে গেলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও তাহিরপুর থানার ওসিকে জানান। পরে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করেন তারা।
উপজেলা প্রশাসন বিষয়টি জানানোর পর বিয়ে ভেঙে দেয় মেয়ের পরিবার। ওই শিক্ষার্থীর এক আত্মীয় জানান, মেয়ের বাল্যবিয়ে দেওয়া হলে অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। পরে তারা বিয়ের সিদ্ধান্ত বাতিল করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ জানান, ইউএনও এবং ওসির সহায়তায় ওই কিশোরীর বিয়ে বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন