ইমানী মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্বুদ্ধ হয়ে পটুয়াখালী জেলা ছাত্রদল পটুয়াখালী পৌর কবরস্থানে একটি ব্যতিক্রমধর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (০৮ আগস্ট) সকালে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ। অভিযানে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক ছাত্রদল নেতাকর্মী।
বৃক্ষঝাড় পরিষ্কার, আবর্জনা অপসারণ, কবরের আশপাশের ঝোঁপঝাড় ছাঁটাই এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে কবরস্থান সংলগ্ন রাস্তা পরিষ্কার করার মতো কাজগুলো নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন তারা।
ছাত্রদলের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও সচেতন নাগরিকরা। কবরস্থানের নোংরা ও অযত্ন অবস্থার পরিবর্তন দেখে অনেকেই নিজেদের আবেগ প্রকাশ করেন এবং ছাত্রদলের এমন মানবিক ভূমিকার প্রশংসা করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, আমরা মনে করি, রাজনীতি মানে কেবল মিছিল-মিটিং নয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থাকা একজন ছাত্র রাজনীতিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। আজকের এই কর্মসূচি আমাদের সেই চেতনারই অংশ।
সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করা যায়। ছাত্রদল সব সময় জনগণের পাশে থাকতে চায়। এই ধরনের ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়মিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন ছাত্রদলের নেতারা।
স্থানীয় নাগরিকদের মতে, রাজনীতির মাঠে এমন মানবিক দৃষ্টান্ত সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সমাজ আরও সুশৃঙ্খল ও মানবিক হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন