রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত থাকলে ছাড় দেবেন না প্রধান উপদেষ্টা’

রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কথা বলছেন ড. আব্দুল মোমেন। ছবি : কালবেলা
রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কথা বলছেন ড. আব্দুল মোমেন। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন বলেছেন, সরকারের আট উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’ অভিযোগের বিষয়টি পত্রিকায় এসেছে। সেটা আমাদের চোখে পড়েছে। এ সরকার সম্পর্কে ধারণা পাওয়া দরকার, এটা রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তী সরকার। এ সরকারের নেতৃত্বে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি একেবারেই দুর্নীতির বিপক্ষে একজন মানুষ। এটা যদি তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরও একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

ড. আব্দুল মোমেন বলেন, বিগত ১৬ বছরে ঠিকাদার, সরকারি অফিসের বস, সাংবাদিক, বাকি যারা অভিযোগকারী সবারই মুখ বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। সুতরাং কোনো অভিযোগ আসেনি। এটাও কিন্তু হয়েছে। এটার সঙ্গে আমাদের সরকারের উচ্চ লেভেলের লোক জড়িত হয়ে পড়েন।

তিনি আরও বলেন, যেহেতু এখন রাষ্ট্রের টাকা সাশ্রয় করা যাচ্ছে। আমাদের রাষ্ট্রের টাকা সাশ্রয় করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এ ধারাবাহিকতা রক্ষা করতে হবে যাতে রাজনৈতিক সরকারের সময়েও সেটা জারি থাকে। কেউ কেউ আশঙ্কা করেন যে, রাজনৈতিক সরকার এলে আবার জানি কি হয়। আমরা অভ্যাস করে ফেলছি- আমরা যদি ভালো কাজ করতে পারি। তাহলে রাজনৈতিক সরকারের সময়েও এ ধারা রক্ষা করতে পারব। জোর গলায় বলতে পারব- আমরা খারাপ কাজ করব না।

দুদক চেয়ারম্যান বলেন, এটা রাজনৈতিক সরকার নয়। অন্তর্বর্তী একটা সরকারের নেতৃত্বে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আছেন। তিনি একেবারে দুর্নীতির বিপক্ষের একটা মানুষ। এটা যদি তার নিজের সভার বা উপদেষ্টা পরিষদের কেউ হন সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। আর আমাদের যে আইন এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

ড. মোমেন বলেন, একটা বিষয় আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব সেটি যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি শুধু বলি তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ অংশগুলো যদি আমরা প্রমাণ করতে না পারি শেষ পর্যন্ত সেই অভিযোগ কিন্তু টিকবে না। এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে, সেটা যদি সুনির্দিষ্ট হয় আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন, সাংবাদিকরা এ সমাজের দর্পণ। আপনারা থ্রো করবেন আমরা এগুবো। আপনারা লক্ষ রাখবেন, আমরা যেন আমাদের কাজটাও ঠিকমতো করি। ঠিকভাবে না করতে পারলে এটার সমালোচনা করবেন।

চেয়ারম্যান বলেন, আমাদের বেশ কিছু পুরাতন এবং নতুন মামলা এসেছে। পুরোনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল আপনারা জানেন- এ কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা এ কারণে ওই মামলাগুলো পুনর্জীবিত করতে যাচ্ছি। নতুন যে মামলাগুলো আছে সেগুলো দেখছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেড করে থাকি। সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান সেখানে সেবাদানকারী কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকে- সেবাগ্রহীতাদের যাতে এ অভিযোগগুলো না হয়। আমরা কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এটা করা নয়। যাতে সেবাদাতা-সেবাগ্রহীতাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এটার জন্য আমাদের কাজ করা।

ড. মোমেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে মামলা চলমান রয়েছে। আরও কয়েকটি বিষয় তদন্তাধীন। তদন্ত করে প্রমাণিত হলে আমরা মামলায় চলে যাব।

মামলার দীর্ঘসূত্রতা নিয়ে তিনি আরও বলেন, মামলা ঝুলে থাকে আদালতে। দুর্নীতি দমন কমিশনে তো না। আদালতের সীমাবদ্ধতা আছে। আমরা নিশ্চয়ই চাইব ঝুলে থাকা মামলাগুলো যেন দ্রুত শেষ হয়। আমরা চেষ্টা করব। যেহেতু দুদকের কাজ হলো মামলা প্রস্তুত করে দেওয়া। আমরা আদালতকে অনুরোধ করব যাতে মামলাগুলো নিষ্পত্তি করে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মো. আবু সাইমসহ প্রশাসনের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে যেসব রেকর্ড গড়ল ক্যারিবীয়রা

‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীও গ্রেপ্তার

খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার কর্মসূচি বিএনপির 

রেলপথ অবরোধে আটকা ৬টি ট্রেন

শুটিং চলাকালীন স্টাফের ‘রহস্যজনক’ মৃত্যু

ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে

ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যায় না : ডা. জাহিদ

ক্ষুব্ধ বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দোন্নারুমার

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

১০

অটোরিকশা চালককে গুলি করে হত্যা

১১

মারা গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

১২

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন

১৩

অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা কি জায়েজ আছে?

১৪

আবারও বিপৎসীমার ওপরে তিস্তার পানি

১৫

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

১৬

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ

১৭

বিলুপ্তির পথে সুস্বাদু বৈরালি

১৮

আত্মহত্যা নিয়ে হিরো আলমের নতুন সিদ্ধান্ত

১৯

শিশুদের মূত্রনালির সংক্রমণ সম্পর্কে সচেতন হোন

২০
X