মহিন উদ্দিন রিপন (টঙ্গী) গাজীপুর
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীর বস্তিগুলো মাদকের ‘পাইকারি হাট’, মিলছে হোম ডেলিভারিতেও

টঙ্গীর বস্তিগুলোতে মাদকসেবীদের জমায়েত দেখা যায় দিনের আলোতেও। ছবি : কালবেলা
টঙ্গীর বস্তিগুলোতে মাদকসেবীদের জমায়েত দেখা যায় দিনের আলোতেও। ছবি : কালবেলা

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে প্রায় প্রতিটি ওয়ার্ডে, বিশেষ করে বস্তি ও আবাসিক এলাকার অলিগলিতে, প্রকাশ্যে এবং নির্ভয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র। সরেজমিনে গিয়ে দেখা গেছে, টঙ্গীর বস্তিগুলো এখন মাদক ব্যবসার পাইকারি হাট।

প্রকাশ্যে মাদকের হাট

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের পূর্ব ও পশ্চিম থানার আওতাধীন এলাকাগুলোতে সরেজমিনে দেখা গেছে- গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, দেশি-বিদেশি মদ, প্যাথেডিন, চরশ, আফিম- হাত বাড়ালেই পাওয়া যায়। মোবাইল নেটওয়ার্ক ও মোটরসাইকেল/রিকশার মাধ্যমে হোম ডেলিভারিতে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে সেবনকারীদের কাছে। রেললাইন, পরিত্যক্ত ভবন, মাঠ- সব জায়গায়ই মাদকসেবীদের জমায়েত দেখা যায় দিনের আলোতেও।

সিন্ডিকেটের শক্ত ঘাঁটি

স্থানীয়দের ভাষ্যমতে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢিলেমি এসেছে। ফলে মাদক ব্যবসায়ীরা আগের তুলনায় আরও বেপরোয়া হয়ে উঠেছে।

৪৬নং ওয়ার্ডের কেরানীরটেক বস্তি দীর্ঘদিন ধরেই ‘মাদক পল্লী’ নামে কুখ্যাত। এখানে কাদিরের মেয়ে রুনা ও স্বামী সুমন, ছেলে রিফাত, কারিমা, কুলছুম-সিরাজ, নারগিস-কামাল, রহিমা, বড় রানী, ছোট রানী, আকলী-আনু, বাবলু-স্বর্ণালী, নাজমা, খালেদা, আখি-সুমন, আমির আলী, সেহেরজান, মনির-মর্জিনা, রহিম প্রমুখ সরাসরি মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের অর্থ জোগায় সুদি জাকির।

এই বস্তির পাশেই রয়েছে চার তারকা মানের হোটেল জাভান- যেখানে প্রকাশ্যে বিদেশি মদ বিক্রি হয় কিশোর-যুবকদের কাছে এবং রাতভর অসামাজিক কার্যক্রম চলে।

৫৬নং ওয়ার্ডে অবস্থিত সমবায় ব্যাংক মাঠ বস্তিতে ‘মাদক সম্রাজ্ঞী’ মোমেলা ও তার স্বামী জাহাঙ্গীরের সিন্ডিকেট পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে। ইয়াবা বিক্রি করছে কল্পনা, রানী, বাচ্চু, বাদলের মা; প্যাথেডিন বিক্রি করছে মিনারা। এখানকার আরেক প্রভাবশালী আরফিনা গ্যাস সিলিন্ডার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালায়। তার স্বামী জামাল চোর সিন্ডিকেটের হোতা।

এরশাদ নগর ও অন্যান্য এলাকা

৪৯নং ওয়ার্ডের বাস্তুহারা এলাকায় ৩ নম্বর ব্লকে ইয়াবা বিক্রি করছে খালেদা, শারমিন, লিপি, আরিফ; ৪ নম্বর ব্লকে পারুলী। ৫৫নং ওয়ার্ডে নজরুলের বস্তির সামনে ওয়াসিম ও বৃষ্টি; লাল মসজিদ বস্তিতে সুন্দর আলী। ৫৭নং ওয়ার্ডের হাজী মাজার বস্তিতে বর্তমানে ডুবলির নেতৃত্বে চলছে হেরোইন, ইয়াবা ও গাঁজা ব্যবসা। এখান থেকে সারা দেশে পাইকারি মাদক সরবরাহ হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযান অনেক সময় ‘লোক দেখানো’ হয়। সেনাবাহিনী কয়েকবার অভিযান চালালেও পরদিনই আবার ব্যবসা জমে ওঠে। জনগণের দাবি- মাদকের বস্তিগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হোক, কারণ এই ব্যবসা ধ্বংস করে দিচ্ছে পুরো এক প্রজন্মকে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নেই। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন পয়েন্টে কঠোর নজরদারি চলছে। মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

কেন আমোরিমকে এখনও বরখাস্ত করছে না ম্যানইউ?

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার

৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরের প্রতিবাদ জামায়াতের

গাজার ২০০ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করল ত্রাণবাহী নৌবহর

চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস

দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিবন্ধন পেল এনপিবি নিউজ

ট্রফি নিয়ে টানাপোড়েন: এসিসি বৈঠকে মুখোমুখি বিসিসিআই-নকভি

১০

বাংলাদেশ শিশু হাসপাতালে ৬৫ পদে নিয়োগ, আবেদন যেভাবে

১১

বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে : ব্যারিস্টার অসীম

১২

বাঁশ বাগানে কান্নার শব্দ, খুঁজতে ‍গিয়ে যা দেখা গেল

১৩

শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক ইয়ুথ ক্লাবকে হস্তান্তর, ডিএনসিসিকে আইনি নোটিশ

১৪

বরিশালে একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু

১৫

প্রতারক থেকে সাবধান থাকার অনুরোধ ফায়ার সার্ভিসের

১৬

‘ইয়াং লাইফ’ বিউটি পার্লারের মালিক শান্তার মরদেহ উদ্ধার

১৭

লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ৫০০ প্ল্যান্ট স্থাপন করবে পিকেএসএফ

১৮

মারধরের মামলায় এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে সমন জারি 

১৯

টানা পাঁচদিন পর রাজশাহীতে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার

২০
X