কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শেখাব উদ্দিন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প সংলগ্ন চিংড়ি জোন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মনজুর বলির ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির সময় শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ও থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়া কালবেলাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন