নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে এ ঘটনা ঘটে।

এতে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে নয়টি সিএনজিচালিত অটোরিকশা, একটি যাত্রীবাহী বাস ও দুটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত স্টেশনের মূল গ্যাস মজুদ অক্ষত থাকায় আরও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় স্টেশনে কয়েকটি সিএনজি ও একটি যাত্রীবাহী বাস গ্যাস ভর্তি করছিল। হঠাৎ করেই বাসের গ্যাস সিলিন্ডারে বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, কয়েক মিনিটের মধ্যে একের পর এক গাড়ি জ্বলতে শুরু করে। স্টেশন এলাকায় হট্টগোল পড়ে যায় এবং আশপাশের লোকজন জীবন বাঁচাতে দিগ্‌বিদিক ছুটতে থাকে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে ওসমানীনগর ও বাহুবল ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। টানা দেড় ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন মূল গ্যাস মজুদের ট্যাংকে ছড়িয়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত। এতে আশপাশের গ্রাম ও পুরো মহাসড়ক বড় বিপদের মুখে পড়ত। তবে তারা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে সিএনজি স্টেশনের দুই কর্মচারী নাঈম ও রাসেলের নাম জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরসহ আরও তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে হাজারো মানুষ ভিড় জমায়। স্থানীয়রা আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে দেখেন কীভাবে মুহূর্তের মধ্যে গাড়িগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এত ভয়াবহ অগ্নিকাণ্ড এ এলাকায় আগে কখনো ঘটেনি।

এ ঘটনার পর আশপাশের রিফুয়েলিং স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। দুর্ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের মতো প্রস্তুতি থাকে না। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ত অংশে এ দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি স্বাভাবিক করে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১০

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১২

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৪

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

১৫

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

১৬

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১৭

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১৮

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

২০
X