লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে : ড. ফরিদুজ্জামান

বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ হাটবাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

ড. ফরিদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর জোর করে ক্ষমতা আঁকড়ে রেখে দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের রিজার্ভ শূন্য করে দিয়েছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রীসহ এমপি, মন্ত্রী, আমলারা দেশটাকে শত বছর পিছিয়ে দিয়ে গেছে। আর এ সংকট থেকে উত্তোলনের একমাত্র উপায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। আর বিএনপি ক্ষমতায় এলে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দেশের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যাতে বেকার সমস্যা দূর হয়। বিদেশে যেতে সকলকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সরকারের পক্ষ থেকে প্রবাসীরা যেন সকল প্রকার সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করা হবে।

এ সময় উপস্থিতি ছিলেন- এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, এনপিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মো. ফকরুজ্জামান, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. বদরুল আলম।

আরও উপস্থিত ছিলেন- এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী হীরা বেগম, ববিতা বেগম ও বৃষ্টি খানম।

এর আগে সকাল ১১টায় এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগসহ অন্যান্য জায়গায় ৩টি আইপিএস প্রদান করেন। যেন বিদ্যুৎ চলে গেলেও রোগীরা আইপিএস এর মাধ্যমে চিকিৎসা সেবা পায়।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কিশোর সাহা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

বিএনপির দুই নেতাকে শোকজ

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

১০

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

১১

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

১২

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত 

১৩

ঝলমলে ফেরা সাইফের, কিন্তু সতর্কবার্তা দিলেন সালাহউদ্দিন

১৪

জমে উঠেছে জাকসু নির্বাচন, ৮ প্যানেলে লড়বেন প্রার্থীরা

১৫

হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

১৬

জুলাই আন্দোলনে আহতদের রক্ত দেওয়া কর্মীদের সম্মাননা

১৭

বাকৃবিতে উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষকরা

১৮

এআই যুগে কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন ৩টি অপরিহার্য দক্ষতা

১৯

ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

২০
X