কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করে মাতলামির অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজ থেকে মাদক দূর করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তরুণ ও যুবসমাজকে সুরক্ষা দিতে মাদকের সঙ্গে কোনো ধরনের আপস নেই।
মন্তব্য করুন