কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘র’-এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদব (আগের এবং বর্তমান ছবি)। ছবি : সংগৃহীত
সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদব (আগের এবং বর্তমান ছবি)। ছবি : সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (র)-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নয়াদিল্লির একটি আদালত। অপহরণ ও চাঁদাবাজির মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়।

বিকাশ যাদবকে ঘিরে যুক্তরাষ্ট্রও গুরুতর অভিযোগ তুলেছে। ওয়াশিংটনের দাবি—তিনি নিউইয়র্কভিত্তিক খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং অর্থপাচারের সঙ্গে যুক্ত। তবে দিল্লির আদালতে চলমান আরেক মামলায় তাকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

গত সোমবার পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জজ সৌরভ প্রতাপ সিং লাল এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, একাধিকবার সমন জারি করা হলেও বিকাশ যাদব হাজির হননি। এর প্রেক্ষিতে তার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং জামিনদারের কাছে নোটিশ পাঠানোর আদেশ দেন বিচারক। আদালতের নথি অনুসারে, এই মামলায় বিকাশের পরিবারের একজন সদস্য জামিনদার হয়েছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এর আগে বিকাশ যাদবের আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত কয়েকবার তার ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দিয়েছিল।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের নভেম্বরে। সেসময় যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের বিরুদ্ধে পান্নুন হত্যাচেষ্টার মামলা করেন। অভিযোগে বলা হয়, তিনি ভারতের এক সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ করছিলেন। তখন সেই কর্মকর্তাকে শুধু ‘সিসি-১’ নামে উল্লেখ করা হয়েছিল।

এর তিন সপ্তাহ পর, ১৮ ডিসেম্বর দিল্লি পুলিশের বিশেষ শাখা রোহিনি এলাকার এক ব্যক্তির অভিযোগে বিকাশ যাদবকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে। তিনি চার মাস তিহার জেলে বন্দি থাকার পর ২০২৪ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান। তবে এরপর থেকে তার অবস্থান অজানা।

২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র নতুন অভিযোগপত্র প্রকাশ করে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়—‘সিসি-১’ আসলে বিকাশ যাদব। সেখানে তাকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন কেবিনেট সেক্রেটারিয়েটের একজন কর্মকর্তা হিসেবেও উল্লেখ করা হয়। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি আর সরকারি দায়িত্বে নেই।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র পাঁচ দিন আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এক উচ্চপর্যায়ের সরকারি কমিটি বিকাশ যাদবের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সেই বিবৃতিতে তদন্ত প্রক্রিয়ায় কিছু ফাঁকফোকর থাকার কথাও স্বীকার করে মন্ত্রণালয়।

এ ছাড়া চলতি মাসে প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা বিকাশ যাদবের সঙ্গে দুবাইভিত্তিক মহাদেব অনলাইন বেটিং নেটওয়ার্কের এক সন্দেহভাজনের সম্ভাব্য যোগাযোগও যাচাই করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা / ১১ বোর্ডে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৬৯ শিক্ষার্থী

ময়মনসিংহে পাসের হারে এগিয়ে মেয়েরা

জানা গেল সেই আনিসার ফল

৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

বগুড়ার ৫ আসনে বিএনপির যেসব প্রার্থী আলোচনায়

চতুর্থ বর্ষে কালবেলা, আলেমদের শুভেচ্ছা-দোয়া

বড় চমক রেখে সেরা ওয়ানডে একাদশ বাছাই করলেন ম্যাক্সওয়েল

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী 

ফের কাছাকাছি অগস্ত্য-সুহানা

১০

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

১১

ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

১২

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

১৩

অত্যন্ত চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে : রাবি প্রক্টর

১৪

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

১৫

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প

১৬

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

১৭

এইচএসসি ২০২৫: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে কারা এগিয়ে

১৮

বাংলাদেশে কোপেলের আঞ্চলিক প্রতিনিধি, মেক্সিকোতে এক বিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা 

১৯

শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি : নাহিদ

২০
X