রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে গড়ে তোলা বহুতল ভবন। ছবি : কালবেলা
পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে গড়ে তোলা বহুতল ভবন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ছেলে মো. ফয়েজের ‍বিরুদ্ধে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে রামগঞ্জ উপজেলার ৭ নম্বর লামচর ইউনিয়নের পানপাড়া বাজারের রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে গিয়ে এ চিত্র দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানপাড়া বাজারের রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে একটি দোতলা মার্কেটের নির্মাণকাজ অব্যাহত রাখেন লামচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ উল্লার ছেলে ফয়েজ আহম্মেদ।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে পানপাড়া বাজারসহ রামগঞ্জ ওয়াপদা বেড়িবাঁধ ও খালের ওপর পাকা দোকানপাট ও বহুতল মার্কেট নির্মাণ করলেও যেন কারো কিছুই করার নাই।

বছর খানের আগে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের এসও মো. শাকিল বাদী সাবেক চেয়ারম্যার মোহাম্মদ উল্লার ছেলে ফয়েজকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ছেলে মো. ফয়েজ জানান, নির্মাণকাজ প্রায় শেষের দিকে। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ পেয়ে নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। সেখান থেকে অনুমতি নিয়ে অসমাপ্ত কাজ শেষ করব। এ সময় তিনি দাবি করেন, একটি মহল তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন সময় হয়রানি করা হচ্ছে। আমার বাবার লীজের জমিতে তৈরি করা মার্কেট ভেঙে লুটপাট চালানো হয়েছে।

লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্যা জিসান জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার দখলের বিষয়টি জানালেও অজ্ঞাত কারণে তাদের নীরব ভূমিকায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এসও মো. শাকিল জানান, কাজ শুরুর সঙ্গে সঙ্গে আমি সাবেক চেয়ারম্যানের ছেলে ফয়েজকে আসামি করে একটি মামলা দায়ের করেছি। তবে কী কারণে সে মামলা আলোর মুখ দেখেনি সেটা আমি জানি না। তবে অন্য দখলদারদের বিষয়ে তিনি মুখ খোলেননি।

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, রামগঞ্জ থানায় এসও শাকিলের অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুখ আহম্মেদ বলেন, ‘আমি বিশেষ কাজে ঢাকায় আছি। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের বিষয়টি আমি জানি না। তবে অফিসের রাজস্ব বোর্ডের কর্মকর্তা মো. শাহীন ও এসও মো. সাকিল বিষয়টি ভালো বলতে পারবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১০

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১১

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১২

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৩

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৫

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৬

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৭

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৮

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৯

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

২০
X