শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে গড়ে তোলা বহুতল ভবন। ছবি : কালবেলা
পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে গড়ে তোলা বহুতল ভবন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ছেলে মো. ফয়েজের ‍বিরুদ্ধে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে রামগঞ্জ উপজেলার ৭ নম্বর লামচর ইউনিয়নের পানপাড়া বাজারের রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে গিয়ে এ চিত্র দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানপাড়া বাজারের রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে একটি দোতলা মার্কেটের নির্মাণকাজ অব্যাহত রাখেন লামচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ উল্লার ছেলে ফয়েজ আহম্মেদ।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে পানপাড়া বাজারসহ রামগঞ্জ ওয়াপদা বেড়িবাঁধ ও খালের ওপর পাকা দোকানপাট ও বহুতল মার্কেট নির্মাণ করলেও যেন কারো কিছুই করার নাই।

বছর খানের আগে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের এসও মো. শাকিল বাদী সাবেক চেয়ারম্যার মোহাম্মদ উল্লার ছেলে ফয়েজকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ছেলে মো. ফয়েজ জানান, নির্মাণকাজ প্রায় শেষের দিকে। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ পেয়ে নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। সেখান থেকে অনুমতি নিয়ে অসমাপ্ত কাজ শেষ করব। এ সময় তিনি দাবি করেন, একটি মহল তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন সময় হয়রানি করা হচ্ছে। আমার বাবার লীজের জমিতে তৈরি করা মার্কেট ভেঙে লুটপাট চালানো হয়েছে।

লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্যা জিসান জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার দখলের বিষয়টি জানালেও অজ্ঞাত কারণে তাদের নীরব ভূমিকায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এসও মো. শাকিল জানান, কাজ শুরুর সঙ্গে সঙ্গে আমি সাবেক চেয়ারম্যানের ছেলে ফয়েজকে আসামি করে একটি মামলা দায়ের করেছি। তবে কী কারণে সে মামলা আলোর মুখ দেখেনি সেটা আমি জানি না। তবে অন্য দখলদারদের বিষয়ে তিনি মুখ খোলেননি।

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, রামগঞ্জ থানায় এসও শাকিলের অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুখ আহম্মেদ বলেন, ‘আমি বিশেষ কাজে ঢাকায় আছি। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের বিষয়টি আমি জানি না। তবে অফিসের রাজস্ব বোর্ডের কর্মকর্তা মো. শাহীন ও এসও মো. সাকিল বিষয়টি ভালো বলতে পারবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১০

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১১

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১২

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৩

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৪

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৫

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১৬

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১৭

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৮

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১৯

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

২০
X