বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ড. ইউনূসকে তুলনা দিয়ে বক্তব্য দেওয়ায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নামে তথ্যপ্রযুক্তি আইনে থানায় অভিযোগ হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট মো. রফিকুল হাসান খান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ওই অভিযোগ দায়ের করেন।
মামলার আবেদনে সাক্ষী হয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানসহ জেলার ১৫ জন নেতা।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপির এক কর্মী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তৃতা দেন।
দুলুর ওই বক্তব্যের প্রতিবাদে তার নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করার দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আগামী সোমবার জেলা আওয়ামী লীগের ডাকে বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্তও নেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার রাতে জেলা আইনজীবী সমিতির আইনজীবী রফিকুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
লালমনিরহাট সদর থানার ওসি উমর ফারুক বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুর নামে থানায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে বলে জানিয়েছেন।
দুলুর এই বক্তব্যের বিষয়ে বিএনপির একাধিক প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আসাদুল হাবিব দুলুর মতো একজন বড়মাপের নেতা বঙ্গবন্ধুকে নিয়ে অমার্জিত ভাষায় বক্তৃতা দেওয়ায় আমরা লজ্জিত হয়েছি।"
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, মাঠপর্যায়ের বক্তব্য নিয়ে কেউ ক্ষুব্ধ হতেই পারেন। তবে থানায় অভিযোগ দিয়েছে শুনেছি।
মন্তব্য করুন