শেখর পীযুষ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সুরঞ্জিত সেনগুপ্তের নামে কুশিয়ারায় নির্মিত সেতুর নামকরণ চায় হাওরবাসী

কুশিয়ারা নদীতে নির্মিত তৃতীয় বৃহত্তম সেতু। ছবি : কালবেলা
কুশিয়ারা নদীতে নির্মিত তৃতীয় বৃহত্তম সেতু। ছবি : কালবেলা

হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নির্মিত হচ্ছে কুশিয়ারা নদীর ওপর তৃতীয় বৃহত্তম সেতু। এটি চালু হলে সুনামগঞ্জ টু ঢাকার দূরত্ব কমবে ৬৫ কিলোমিটার। সুনামগঞ্জ টু ঢাকার বিকল্প সড়ক হিসেবে সুনামগঞ্জ টু সিলেট সড়কের কাঠইর এলাকা থেকে দিরাই, শাল্লা হয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসূখায় গিয়ে মিলিত হবে। এর পর শাল্লা-আজমিরীগঞ্জ সড়কটি লাখাই উপজেলা হয়ে সরাইলে গিয়ে মহাসড়কের সঙ্গে মিলবে এই আঞ্চলিক মহাসড়ক। প্রায় ১৪শ’ কোটি টাকা ব্যয়ে এই সড়কের কাজ ২০২৫ সালের জুনের মধ্যে শেষ হবে।

শাল্লা টু আজমিরিগঞ্জ সড়কের কাজ চল্লিশ ভাগ শেষ হয়েছে। কুশিয়ারা নদীর ওপর তৃতীয় বৃহত্তম সেতু নির্মাণের কাজও ৬০ ভাগ শেষ হয়েছে। এই সড়ক চালু হলে সুনামগঞ্জ-ঢাকার দূরত্ব কমবে ৬৫ কিলোমিটার।

শাল্লা-আজমিরিগঞ্জের দূরত্ব ১৬ কিলোমিটার। এর মধ্যে সুনামগঞ্জ অংশের ১০ এবং হবিগঞ্জের ৬ কিলোমিটার মাঝখানে গ্রাম শাল্লায় হচ্ছে কুশিয়ারা নদীর ওপর সেতু। সেতুর হবিগঞ্জ অংশে রয়েছে ফিরোজপুর গ্রাম। সিলেট বিভাগে কুশিয়ারা নদীর ওপর এটি তৃতীয় বৃহত্তম সেতু। সেতুসহ এই অংশে ব্যয় হচ্ছে ৭৬৯ কোটি টাকা। ইতোমধ্যে গ্রাম শাল্লা-ফিরোজপুর সেতুর কাজ ৬০ ভাগ শেষ হয়েছে। সেতুর পিলারের কাজ শেষ হতেই স্থানীয় লোকজন নতুন সড়কের স্বপ্ন দেখতে শুরু করেছেন।

শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক বলেন, এই আঞ্চলিক মহা সড়ক ও সেতুর স্বপ্ন দেখিয়েছেন এই এলাকার সাতবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। সেতুটির নামকরণ ‘সুরঞ্জিত সেতু’ হলে হাওর পাড়ের মানুষ খুব খুশি হবে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, যেহেতু প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আঞ্চলিক মহাসড়কের মূল পরিকল্পনাকারী তাই শাল্লা পাশের সেতুর নাম চাই সুরঞ্জিত সেনগুপ্ত সেতু। আমাদের দাবি, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবেন।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের শাল্লার সদস্য সচিব পিসি দাশ পীযূষ বলেন, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত তার জীবদ্দশায়ই এই সড়কের ফাইলওয়ার্ক করে গেছেন। এজন্য এই সড়কের সবচেয়ে বড় স্থাপনা কুশিয়ারা’র ওপর নির্মিত সেতুর নামকরণ তার নামে করার জন্য আমরা আগেভাগেই দাবি তুলেছি এবং সেটি বাস্তবায়ন হবে আমাদের বিশ্বাস।

কৃষক লীগের আহ্বায়ক রনঞ্জিৎ দাস বলেন, এই আঞ্চলিক মহাসড়কের মূল কারিগর প্রয়াত জাতীয় নেতা সবার প্রিয় সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি জীবদ্দশায় কাজটি সমাপ্ত করতে পারেনি বলে উনার শেষ ইচ্ছা পূরণ হয়নি। তাই আমাদের দাবি এই সেতুর নাম হোক সুরঞ্জিত সেতু।

শাল্লা-আজমিরিগঞ্জ সড়কে আরও ৩টি ছোট সেতু ও ৮টি কালভার্টের কাজ শেষ হয়েছে। সড়কের ১০ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার মাটি ও স্লোফ প্রটেকশনের কাজ হয়েছে। হবিগঞ্জ অংশের ছয় কিলোমিটারেও মাটির কাজ শেষ হয়েছে। এদিকে গত ২৮ মে থেকে কাঠইড়-দিরাই-শাল্লা সড়কের কাজ শুরু হয়েছে। ৬২৮ কোটি টাকা ব্যয়ে মদনপুর-দিরাই-শাল্লা মহাসড়কের কাজের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।

এই সড়কটি বাস্তবায়িত হলে নেত্রকোনার খালিয়াজুড়ি, হবিগঞ্জের আজমিরীগঞ্জ বানিয়াচং ও কিশোরগঞ্জের ইটনা উপজেলাকেও সংযুক্ত করবে। সুনামগঞ্জ-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ ও হবিগঞ্জের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এলাকাটি কৃষি, মৎস্য সম্ভাবনাময় হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং জানান, ২০২৫ সালের জুনের মধ্যে এই সড়কের কাজ শেষ হবে। আমরা আশা করছি, ২০২৫ সালের জুলাইয়ে এই সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকা যাবে যানবাহন। তাতে ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমবে ৬৫ কিলোমিটার।

তিনি জানান, এই অর্থ বছরেই এই সড়কের উপরের কার্পেটিংয়ের নিচের লেয়ার পর্যন্ত কাজ শেষ হবে। সড়কটি সুনামগঞ্জের কাঠইড়, দিরাই, শাল্লা থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও লাখাই হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গোল চত্বরে গিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের সঙ্গে মিলবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’, হত্যা মামলার আসামির হুমকি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরায়েলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

১০

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

১১

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

১২

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১৩

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

১৪

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১৫

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১৬

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১৭

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

১৮

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

১৯

ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

২০
X