রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ভোলায় ঘরে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যা

মাওলানা আমিনুল ইসলাম নোমানী। ছবি : সংগৃহীত
মাওলানা আমিনুল ইসলাম নোমানী। ছবি : সংগৃহীত

ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

মাওলানা আমিনুল ইসলাম নোমানী (৪৫) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব। তিনি ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা আমিনুল ইসলাম নোমানী এশারের নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা তার চিৎকার শুনে সেখানে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তার রক্তাক্ত দেহ মাটিতে পরে থাকতে দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা আমিনুল ইসলামের স্ত্রী তজুমদ্দিনে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া ও একমাত্র সন্তান লক্ষ্মীপুরে পড়াশোনা করার কারণে আজ তিনি বাসায় একাই ছিলেন।

মাওলানা আমিনুল ইসলাম নোমানী দীর্ঘ ১৫ বছর ধরে মাদ্রাসায় চাকরি ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। অপরদিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তার বাড়িতে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও পরিচালনা করছিলেন।

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম কালবেলাকে জানান, কেন কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি।

ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কী কারণে এ ঘটনা ঘটেছে। তবে তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে।

এমন পৈচাশিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে রাত সাড়ে ১০টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামী ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো।

এ সময় বক্তারা প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে রোববার (০৭ সেপ্টেম্বর) হরতালের ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকিং টিপস / বৈধ পথে রেমিট্যান্স গ্রহণ করুন

স্কুলে ছাত্রদলের কমিটি নিয়ে সারজিসের কড়া মন্তব্য

ধর্ষণ মামলায় ওলামা লীগের নেতা গ্রেপ্তার

সর্বকালের সেরা একাদশে যাদের রাখলেন আফ্রিদি

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

সৌদি-ইরানের থেকেও বেশি তেল ভেনেজুয়েলায়, তারপরও লাভে নেই

দুই মহাসড়ক অবরোধ

রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

খেলার মাঠে বোমা হামলার ভিডিও প্রকাশ, মোটিভ অজানা

রাজবাড়ীর সেই ঘটনায় গ্রেপ্তার ৫

১০

মালদ্বীপে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

ডায়াবেটিস সম্পর্কে জানুন

১২

ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ১

১৩

ওমানের ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন যারা

১৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজার-হেলপারের

১৫

 মারধর করে বাড়িছাড়া, যা বললেন ইমন

১৬

বদরুদ্দীন উমর আর নেই

১৭

হঠাৎ শরীর ফুলে যাচ্ছে? হতে পারে ভেতরে লুকানো বড় কোনো সমস্যা

১৮

টানা দুই ফাইনালে হারের পর গ্র্যান্ড স্লামের দেখা পেলেন সাবালেঙ্কা

১৯

কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

২০
X