মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নস্যাৎ প্রতিহতে সরকারকে সহযোগিতা করতে হবে : রিপন

নদীভাঙন রোধ, নদী শাসন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে ড. আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা
নদীভাঙন রোধ, নদী শাসন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে ড. আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি আছে। এ কয়েক মাসে নানা ধরনের ষড়যন্ত্র দেখা দেবে। নির্বাচনকে ব্যাহত করতে নানা চেষ্টা করবে। ষড়যন্ত্রকারী কুচক্রীমহল চাইবে দেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে। জনগণের নির্বাচিত প্রতিনিধি যাতে নির্বাচিত হতে না পারে।

তিনি বলেন, চক্রান্ত প্রতিহত করার জন্য অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ ঘোষণা করছে তা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। জেলার বিভিন্ন স্থানে নদীভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধ, নদী শাসন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, নদীভাঙন দেখা দিলে জায়গায় জায়গায় কিছু বালুর বস্তা ও ব্লক ফেলে। এতে নদী ভাঙন রোধে কোনো কিছু হয় না। এখানে দুর্নীতি এবং আত্মসাৎ এ ধরনের ঘটনা ঘটে। নদীভাঙনের শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে টঙ্গীবাড়ী, লৌহজং এবং মুন্সীগঞ্জের মানুষ। দীর্ঘদিন ধরে ভাঙন চলমান থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, পদ্মা-মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এর প্রভাব পড়ছে নদীভাঙন এলাকায়। বাঁধ নির্মাণকাজ ধীরগতিতে চলায় ক্ষুব্ধ আমাদের এলাকাবাসী। ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে পদ্মাতীরে মেরিন ড্রাইভ নির্মাণের দাবি অন্তর্ভুক্ত করব।

বিএনপির এ নেতা বলেন, এক বছর ধরে কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার না থাকার কারণে মানুষের এ দুর্ভোগ উপশম করার কোনো ব্যবস্থা নেই। এত মানুষ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও এ জেলায় পানিসম্পদ উপদেষ্টা এখানে আসেননি। আসাটা ছিল তার দায়িত্ব।

এ সময় তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধ, চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মূলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দিঘীরপাড় বাজারের পদ্মা নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রতিপক্ষ

নতুন বছর বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা—কে কোথায়?

শেষবারের মতো ফিরোজায় খালেদা জিয়া

বিপিএলের স্থগিত ম্যাচের সূচি আবারও পরিবর্তন

খালেদা জিয়ার জানাজা / চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতার ঢল

এভারকেয়ার থেকে ফিরোজার পথে খালেদা জিয়ার মরদেহ

দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত

অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ গ্রেপ্তার

সালমার কাছ থেকে আলাদা হয়ে গেছি’—ফেসবুকে জানালেন স্বামী

গাজায় সীমান্ত খুলতে ইসরায়েলের প্রতি ১০ দেশের আহ্বান

১০

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

১১

খালেদা জিয়ার জানাজা কখন, পড়াবেন যিনি

১২

আজ ছুটির আওতায় থাকছে না যেসব প্রতিষ্ঠান 

১৩

খালেদা জিয়ার জানাজা / রাজধানীর যেসব এলাকায় সকাল ৮টা থেকে যান চলাচল সীমিত থাকবে

১৪

নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

১৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৬

শীতের প্রকোপ কবে কমবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির শোক  

১৯

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

২০
X