বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জোড়া খুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়।
এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্ল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামানিকের স্ত্রী রানী খাতুন (৪০) ও ছেলে ইমরান প্রামাণিক (১৮)। ইমরান বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বোন ইভা প্রামাণিক বগুড়া শহরের একটি মেসে থেকে কলেজে থেকে লেখাপড়া করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরানের সঙ্গে একই গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে হাসান (১৭) বসবাস করত। ঘটনার পর থেকে হাসান নিখোঁজ রয়েছে।
নিহতের মেয়ে ইলা প্রামাণিক বলেন, ‘আমার মা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে শিবগঞ্জ ও সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম কালবেলাকে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে আমরা কাজ করছি।
মন্তব্য করুন