বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর আ.লীগ নেতা ডাবলু ও সন্ত্রাসী রুবেলের বিচার শুরু, ঢাকায় স্থানান্তর

বাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগ কর্মী অস্ত্রধারী শুটার জহিরুল ইসলাম।
বাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগ কর্মী অস্ত্রধারী শুটার জহিরুল ইসলাম।

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগ কর্মী অস্ত্রধারী শুটার জহিরুল ইসলাম রুবেলের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ধার্য তারিখে তাদের মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তারের পর ডাবলু সরকারকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বগুড়া কারাগারে ও রুবেল ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। সোমবার (২২ সেপ্টেম্বর) তাদের ঢাকায় পাঠানো হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গত বছর জুলাই আন্দোলনে রাজশাহীতে দুই হত্যা মামলার দুটি ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর রাজশাহীতে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী শিবির নেতা আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলায় অভিযোগপত্র আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাখিল করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল।

রাজশাহীর দুই ছাত্র হত্যার মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক খুনি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ কর্মী জহিরুল ইসলাম রুবেলসহ মোট ২৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) মো. গাজিউর রহমান জানান, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া যেসব মামলা ছিল; তার মধ্যে ৯টি মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলার মধ্যে রাজশাহী নগরীতে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অভিযোগপত্রও রয়েছে।

উল্লেখ্য, রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় ১২৭ জন ও সাকিব আনজুম হত্যা মামলার চার্জশিটে ১১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার ও যুবলীগ কর্মী রুবেল রয়েছে। এ ছাড়া আলী রায়হান হত্যা মামলার এজাহারের বাইরে তদন্তে প্রাপ্ত ৩২ জন এবং সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় ৫ জনসহ মোট ২৮ জন কারাগারে রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে থেকে ডাবলু সরকার, রুবেল ও বাপ্পি চৌধুরী রনিসহ মোট ৫ জনকে মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ আসে সম্প্রতি। রনি চৌধুরী জামিনে বেরিয়ে পলাতক থাকায় শুধু ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, রাজশাহীতে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ কর্মী জহিরুল ইসলাম রুবেল ও আওয়ামী লীগ কর্মী বাপ্পি চৌধুরী রনিকে আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা আসে। তবে তাদের মধ্যে সাবেক মেয়র লিটন ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন। আর আওয়ামী লীগ কর্মী বাপ্পি রনি গ্রেপ্তারের পর জামিন নিয়ে গা ঢাকা দেন। তবে এ হত্যা মামলায় গ্রেপ্তার ডাবলু সরকার ও রুবেলকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, মঙ্গলবার ছাত্র হত্যায় অভিযুক্ত আসামি ডাবলু সরকার ও জহিরুল ইসলাম রুবেলকে ট্র্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তী ধার্য তারিখে তাদের আবারও হাজির করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত বাথরুমে মিলল চার বালতি ককটেল

দুদকে ৯১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন দেড় লাখ

ইসরায়েলে সরাসরি ড্রোন হামলা, ডজনের বেশি আহত

৪৮ ঘণ্টা আটকে থাকার পর যেভাবে উদ্ধার হলো বিড়াল

ব্যর্থ সাইফের লড়াই, ভারতের দাপটে বাংলাদেশের বড় হার

ভারতের বিরুদ্ধে খেলছে ১৮ কোটি মানুষ: ভিপি সাদিক

ইইউভুক্ত দেশে প্রবেশে নতুন পদ্ধতি অক্টোবর থেকে

ডিএমপির ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল

৮৭ রানে নেই ৫ উইকেট, দুবাইয়ে হারের পথে বাংলাদেশ

এক লাখ মানুষের ছানির চিকিৎসা দেবে পিকেএসএফ-অরবিস

১০

লেক পুনঃখনন ও সবুজায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান

১১

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তৈরি হতো ভুয়া রিপোর্ট, অতঃপর...

১২

এসপি ও তথ্য কর্মকর্তার বৈঠকে চাঁদাবাজি মামলার আসামি

১৩

মাদক নিরাময় কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পালাল ২৭ রোগী

১৪

রাজশাহীর আ.লীগ নেতা ডাবলু ও সন্ত্রাসী রুবেলের বিচার শুরু, ঢাকায় স্থানান্তর

১৫

ভ্যাপসা গরম নিয়ে ‘দুঃসংবাদ’

১৬

সাতক্ষীরায় জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তরুণ উদ্ভাবকদের উদ্যোগ

১৭

সুদিন ফিরেছে পাট চাষে, ভালো দামে খুশি চাষিরা

১৮

চট্টগ্রামে সংবাদপত্র হকারদের মিলনমেলা

১৯

বাংলাদেশের সাথে ঠিকই হাত মেলাল ভারত

২০
X