বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে স্বামী-স্ত্রীর শরীরের একাংশ ঝলসে গেছে। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
অ্যাসিড দগ্ধরা হলেন-গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত কানছে প্রামানিকের ছেলে আয়নাল প্রামানিক (৫৫) ও তার স্ত্রী পারভীন আকতার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়ী গ্রামের আয়নালের সঙ্গে কয়েক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে ওই প্রতিপক্ষের লোকজন ঘুমন্ত আয়নাল ও তার স্ত্রী পারভীন আকতারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহত স্বামী-স্ত্রীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মুক্তারুল আলম বলেন, আমরা কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন