জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ (২৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন জুলাই আন্দোলনের সময়কার সক্রিয় সংগঠক ও কারাবন্দি শিক্ষার্থী।
শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজিদ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার জানাজা শেষে পারুলিয়ার গ্রামের বাড়িতে তার দাফন হবে।
সাজিদের সহযোদ্ধা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ ইমরান হোসেন শোকবার্তায় বলেন, আমরা একসঙ্গে কারাগারে ছিলাম। অন্যায় মামলায় কারাবরণ করেছি। সাজিদের চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক।
এদিকে সাজিদ মাহমুদের মৃত্যু ঘিরে জেলা ছাত্রদলসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন