নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় বিএনপি বিশেষ পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নারীবান্ধব, নিরাপদ ও স্বাধীন সমাজ গঠনের মাধ্যমে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। শিক্ষা, সমাজ, রাজনীতি ও গণআন্দোলনে নারীর অবদান অনন্য।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের মনিপুরে অনুষ্ঠিত “নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে যথাযথ পদক্ষেপে বিএনপির অঙ্গীকার” শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, বেগম রোকেয়া থেকে মুক্তিযুদ্ধের বীর নারীদের উত্তরসূরি আজকের নারীরা গণতান্ত্রিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনেও নারী নেতাকর্মীরা সাহসী ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে এবং শোষণ-নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের অন্যান্য দেশে নারীরা সমঅধিকার ভোগ করলেও বাংলাদেশে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার নারীর অধিকার, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা যেন বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- সবাই নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
সমাবেশে মনিপুর পঞ্চায়েত প্রধান সুশীলা কর্মকারের সভাপতিত্বে ও রাশেদুল হাসান চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন ও সাঈদ আহমদ, সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুয়েল, ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন, প্রতিমা মানরাজি, সুমিত্রা বাউড়ি রজনী, রহিমা বিবি, মিলন কান্তি বৈদ্য, ইনরতি কয়রী, দিবা কর্মকার, লাকী রবি দাস ও নারায়ণ নাইডু।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি নারীর ক্ষমতায়নে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। বিএনপি বিশ্বাস করে, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর শক্তি ও অবদানই হবে সবচেয়ে বড় পাথেয়।
মন্তব্য করুন