এবার হাতে ঝাড়ু নিয়ে নিজেই নগরী পরিষ্কারে রাস্তায় নেমেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে ঝাড়ু হাতে বর্জ্য অপসারণে রাস্তায় দুই ঘণ্টা চালালেন পরিচ্ছন্নতা অভিযান। প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে বাকি সময় দাঁড়িয়ে করলেন তদারকি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে শহর পরিষ্কার রাখতে এমন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। নগরীর সার্কিট হাউসের সামনের অংশ, জালালাবাদ পার্ক ও কিনব্রিজ এলাকায় আবর্জনা অপসারণ করা হয়।
‘এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই’ —এ কথা বলে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্কাউট, বিডি ক্লিন সিলেটসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন।
ডিসি মো. সারওয়ার আলম বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে। নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।
আরও পড়ুন : কবজিবিহীন হাত দিয়ে ইট-পাথর ভাঙেন শামীম
তিনি আরও বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন— এগুলো একসঙ্গে হলে সিলেট হবে পরিচ্ছন্ন, আরও সুন্দর।
মন্তব্য করুন