খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে চলমান অবরোধ খাগড়াছড়ির দুই সড়কে শিথিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার খাগড়াছড়ির গুইমারায় সৃষ্ট সহিংসতায় আহতদের উন্নত সুচিকিৎসা এবং নিহতদের সৎকারের সুবিধার্থে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সড়ক অবরোধ শিথিল করা হয়েছে।
শুধু এই দুই সড়ক ছাড়া বাকি সড়কগুলোতে অবরোধ যথারীতি বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া খাগড়াছড়ির গুইমারায় সৃষ্ট সহিংসতায় আহতদের উন্নত চিকিৎসায় ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে জানিয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতায় রোববার গুইমারায় গুলিতে তিনজন স্থানীয় নাগরিক নিহত হয়। এ ঘটনায় একাধিক সেনা কর্মকর্তাসহ ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে স্বজনরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন