ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি ঘর ও ভিডব্লিউবি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গোপালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লারের বিরুদ্ধে আবু সাঈদ মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রায় এক বছর আগে টিকরপাড়া গ্রামের লাভুকে সাক্ষী রেখে আবু সাঈদ মোল্লা ইউপি সদস্যের হাতে ২০ হাজার টাকা প্রদান করেন। এর মধ্যে ১০ হাজার টাকা সরকারি ঘর বাবদ এবং ১০ হাজার টাকা দুটি ভিডব্লিউবি কার্ডের জন্য নেওয়া হয়েছিল।
ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেন, তার স্ত্রী নাজমা বেগমের নামে একটি কার্ড দেওয়া হলেও ছোট ভাই দিন মজুর জুবায়েরের স্ত্রী মিনা বেগমের নামে কোনো কার্ড দেওয়া হয়নি। সরকারি ঘরের বরাদ্দও আসেনি। টাকা ফেরত চাইলে ইউপি সদস্য নানা অজুহাত দিয়ে বিলম্ব করেছেন।
টিকরপাড়া গ্রামের লাভু লেনদেনের সময় সাক্ষী ছিলেন। তিনি জানান, আমার সামনে টাকা গুনে ইব্রাহিম মেম্বারের হাতে দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিধবা আয়েশার জমি দখল করেন এই ইউপি সদস্য। ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে ওই জমি দখল করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিধবা আয়েশা মামলা করলে তিনি কিছুদিন কারাবাস করেন এবং বর্তমানে জামিনে রয়েছেন।
ইব্রাহিম মোল্লা কালবেলাকে বলেন, সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, অভিযোগ হাতে এসেছে। তদন্তের পর সত্যতা প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন