ফরিদপুরে ‘ইয়ং লাইফ বিউটিপার্লার ও লেজার সেন্টার’র মালিক শান্তা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের অনাথের মোড়সংলগ্ন সাজের মায়া ভবনে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
শান্তা আক্তার ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ুম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। ইয়ং লাইফ বিউটিপার্লার ও লেজার সেন্টারের খুলনা, যশোর ও ঢাকায় ৫টি শাখা রয়েছে।
শান্তার ভাই রাজিব মোল্যা বলেন, স্বামীর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদ হয় তার। তাদের ১৩ বছরের এক মেয়ে রয়েছে। আজ ভোরে আমার ভাগনি ফোন করে জানায়, শান্তা মারা গেছে। পরে এসে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমার বোনের আর্থিক কোনো সমস্যাও ছিল না। গতকাল রাতেও মাকে হাসপাতালে দেখতে গিয়েছিল সে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন