গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ চুরির অভিযোগে হাত-পা বেঁধে ২ শিশুকে নির্যাতন

পটুয়াখালীতে ইলিশ চুরির অভিযোগে দুই শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন। ছবি : সংগৃহীত
পটুয়াখালীতে ইলিশ চুরির অভিযোগে দুই শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে দুই শিশুকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাসান সরদারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় তাদের হাতে দুটি ইলিশ মাছ।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী শিশুদের একজন (১০) মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাসিন্দা ও অন্যজনের (১৪) বাড়ি চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে। তাদের একজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জেলে জয়নাল খাঁর নির্দেশে নতুন সুলিজে নৌকায় করে নদীতে মাছ ধরতে যায় ওই দুই শিশু। পরে সুলিজ ঘাটে তারা নৌকায় রাতযাপন করে। পরদিন সকালে ইমরান ও কাইয়ুম প্যাদা ওই দুই শিশুকে ধরে নতুন সুলিজ বাজারে নিয়ে আসে। সেখানে ইমরান বয়াতির গদির ১০ পিস ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে দুই শিশুকে লাঠি দিয়ে পেটান ইউপি সদস্য হাসান। পরে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে সূর্যের দিকে তাক করিয়ে রাখা হয় এবং হাতে মাছ দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী এক শিশুর নানা বলেন, সোমবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি নাতি ও আরেক শিশুকে হাত-পা বেঁধে রোদে শুইয়ে রেখেছে। তাদের হাতে মাছ দিয়ে ছবি তুলছে। আমি প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন ইউপি সদস্য হাসান সরদার। পরে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা দাবি করে। আমি গরিব মানুষ বলে অনুরোধ করলে আমাকে ৫ হাজার টাকা দিতে বলে। আমি দশ দিন সময় চাইলে তারা সাদা কাগজে স্বাক্ষর রেখে আমাদের ছেড়ে দেয়। বাসায় এসে দেখি নাতির দুই পা ফুলে কালো হয়ে গেছে। এভাবে নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছে। আমার নাতি ছোট থেকে আমার কাছে বড় হয়েছে। তার দুই বছর বয়সের সময় বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে অনেক কষ্ট করে তাকে বড় করছি।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার বিচার চাইতে ও সাংবাদিকদের জানানোর কারণে অভিযুক্ত হাসান সরদার ও তার সহযোগীরা বর্তমানে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী এক শিশু বলেন, রাতে আমরা নৌকায় ঘুমিয়ে ছিলাম। সকালে আমাদের নৌকা থেকে ধরে নিয়ে যায় বাজারে। সেখানে নিয়ে হাত-পা বেঁধে আমাকে মারধর করেছে হাসান সরদার। পরে রাস্তায় বসিয়ে হাতে মাছ দিয়ে ছবি তুলছে।

অভিযুক্ত ইউপি সদস্য হাসান সরদার দোষ অস্বীকার করে বলেন, ওদের কাউকে মারধর করা হয়নি। ইমরানের গদির ১০ পিস ইলিশ মাছ চুরির অভিযোগে দুজনকে ধরে আনলে আমিও ছিলাম সেখানে। শিশুর স্বজনদের মাছের টাকা দিয়ে দিতে বলি। কিন্তু তাদের কাছে টাকা ছিল না তাই সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়েছে। দুজনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করি।

তিনি আরও বলেন, রাতে গদি থেকে মাছ চুরি করছে। এজন্য দুজনকে ধরে আনছি। তারা দৌড়ে পালিয়ে যাবে তাই হাত-পা বেঁধে রাখছি। আর চোর তাই গদির মাছ হাতে দিয়ে ছবি তোলা হয়েছে। তাদের পুলিশে না দিয়ে নির্যাতন করা হয়েছে কেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এরকম চুরি তারা আরও করছে স্থানীয়ভাবে সালিশ করা হয়েছে সবসময়।’

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সুন্দর দেশ গড়বে : কফিল উদ্দিন 

সমালোচনার মধ্যে বড় সুখবর পেলেন সাকিব

ঢাকার আদালত থেকে পালানো আসামি ফেনীতে গ্রেপ্তার

আগুন পুড়ল ৫ দোকান

কুয়াকাটায় এক ইলিশের দাম প্রায় ৯ হাজার

মা-বাবাকে দেখেই শেখে শিশুরা

জুবিনের মৃত্যু রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার ২

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মূল কারণ জানালেন তামিম

পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

১০

গবেষণা / একাকিত্বে বাড়ছে হৃদরোগের ঝুঁকি—সাবধান হোন সময় থাকতেই

১১

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১২

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধান

১৩

কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকাডুবি, শিশুসহ নিহত ২

১৪

খাগড়াছড়িতে চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতিতে ডাকসুর উদ্বেগ

১৫

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই

১৬

এবার জেন-জির ধাক্কা মরক্কোতে, গণগ্রেপ্তারের পাশাপাশি সংলাপের প্রস্তাব

১৭

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জন করা ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

১৮

দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে বিসিবি নির্বাচন: তামিম

১৯

বাংলাদেশের পূজা কলকাতার মতো নয়: জয়া আহসান

২০
X