সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাভারের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে বিএনপি নেতা রাশেদুল আহসান

সাভারে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। ছবি : কালবেলা
সাভারে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। ছবি : কালবেলা

সাভারে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে সরাসরি মাঠে নেমেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

শারদীয় উৎসবের এ সময়ে তিনি ঢাকা-১৯ আসনের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারের পঞ্চবটি আশ্রমসহ একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পুরোহিত, পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

রাশেদুল আহসান বেশ কয়েকটি পূজামণ্ডপে দলীয় নির্দেশনা অনুযায়ী আর্থিক অনুদানও প্রদান করেন। নিরাপত্তার অংশ হিসেবে তিনি নিজেই বিভিন্ন মণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের কাছে ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে রাখেন এবং যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান।

স্থানীয় হিন্দু সম্প্রদায় ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা বিএনপির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক ও স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, রাজনৈতিক দলের সক্রিয় উপস্থিতি নিরাপত্তার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এ বিষয়ে রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আসলে আমাদের সামগ্রিক সামাজিক সংস্কৃতিরই একটি অংশ। এ উৎসবকে ঘিরে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করি। তাই আমি মনে করি, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা থেকেই আমরা পূজামণ্ডপে এসেছি। এখানে কোনো ভয়-ভীতি বা শঙ্কা নয়, বরং সম্প্রীতি, ভালোবাসা ও আনন্দ-উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় দেশের মানুষের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। পূজা হোক বা ঈদ—প্রতিটি ধর্মীয় উৎসবে আমরা চাই মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব পালন করুক। কোনো ধরনের অপশক্তি বা নাশকতা যদি কেউ ঘটাতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব। আমরা চাই, এখানে যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আছে, সেটি আরও দৃঢ় হোক।’

তিনি আরও বলেন, ‘আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি, পুরোহিত ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার খোঁজ নিয়েছি। ব্যক্তিগতভাবে আমার নম্বর দিয়ে এসেছি, যেন যে কোনো প্রয়োজনে তারা সরাসরি আমাকে জানাতে পারেন। এ দেশ সবার, তাই এই উৎসবও তেমনই। আমরা চাই, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হোক এবং প্রতিটি মানুষ উৎসবের আনন্দে শরিক হতে পারেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুরা ভারত যাবে না : ফখরুল ইসলাম

মন্দির পরিদর্শন করলেন ছাত্রদল নেতা ডা. জনি

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : মান্নান

স্বেচ্ছাসেবা বদলে দিতে পারে জনপদ ও জনজীবন দৃশ্যপট

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

এক মুঠো চালের আশায় ক্লান্ত মানুষের রাতভর অপেক্ষা

শারদীয় দুর্গা উৎসবে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের হেল্প ডেস্ক

চট্টগ্রামে শুরু হলো ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস

১০

নাটোরে মন্দির পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

১১

রংপুরে আরও দুজনের অ্যানথ্রাক্স শনাক্ত

১২

সাবেক এমপি নয়নের বাড়িতে ফের আগুন ও লুটপাট

১৩

মির্জাপুরে ৩ উপদেষ্টার পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

১৪

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মারধর, এলাকাবাসী বলছে বেত্রাঘাতের ক্ষোভ

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা

১৬

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 

১৭

হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস বাংলাদেশের : মাহফুজ আলম

১৮

শিশুদের ‘যৌন নির্যাতন’, মাদ্রাসা বন্ধ করলেন ইউএনও

১৯

‘কথা ছিল ক্যাম্পাসে থাকার, কিন্তু প্রকৃতি এখানে এনে দাঁড় করিয়েছে’

২০
X