নড়াইলের নড়াগাতিতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মায়ের দাবি, দুজনকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে শিবানন্দপুর গ্রামের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তারা হলো—শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের মেয়ে তাছলিমা খানম (১৫) ও ছেলে কাউছার শেখ (৮)।
নিহতদের মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামী ও তার ভাইয়েরা পরিকল্পনা করে আমাকে ৮ থেকে ৯ মাস আগে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আমার সন্তানদের হত্যা করেছে।
নিহতদের বাবা আজিবার শেখ বলেন, আমার ছেলে-মেয়ে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তারা কেউ সাঁতার জানে না।
নড়াগাটি থানার ওসি আশিকুর রহমান কালবেলাকে বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে। এ বিষয়ে নাড়াগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত জন্য মরদেহ দুটি নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন