চাঁদাবাজী মামলায় ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের কমান্ডার খ্যাত মাইকেল চাকমার আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক তাওহিদুল হক এ রায় দেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার প্রসাদেব চাকমা।
আদালতের এ পেশকার বলেন, বুধবার (৮ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক আসামির অনুপস্থিতে এ রায় দেন। রায়টি আজ (বৃহস্পতিবার) প্রকাশ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় এ রায় দেওয়া হয়। একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর অস্ত্র ও টাকাসহ আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাকে লংগদু থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন