খুলনা ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা সদর আসনে ধানের শীষের দাবিদার যারা

বাঁ থেকে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সরব আলোচনা শুরু হয়েছে। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

সম্প্রতি এ আসনে যুক্ত হয়েছেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং আসনটির সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

জানা গেছে, গত সপ্তাহ থেকে নগরীতে গণসংযোগ শুরু করছেন তুহিন। গত শুক্রবার বিকেলে প্রচারণা শুরু করেছেন মনা। মঞ্জু প্রচারে না নামলেও নেতাকর্মীর সঙ্গে নিয়মিত সভা করছেন। তিন নেতার অনুসারীরা পরস্পরের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছেন।

গত এপ্রিলে খুলনা-২ আসনে দলের সম্ভাব্য প্রার্থী দাবি করে আনুষ্ঠানিক প্রচারে নামেন তুহিন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় নগরীর সবগুলো কেন্দ্রের সামনে তাবু টানিয়ে অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, দুর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে অনুদান দেন। গত সপ্তাহ থেকে নগরীতে গণসংযোগ চালাচ্ছেন তুহিন।

সদর ও সোনাডাঙ্গা থানার ১৬ ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে পৃথক সাংগঠনিক সভা এবং মহিলা দল নিয়ে সভা করেছেন তিনি। বর্তমান কমিটির ওয়ার্ড পর্যায়ের অধিকাংশ নেতা সঙ্গে থাকায় প্রস্তুতির দৌড়ে এগিয়ে তুহিন। তবে সূত্র বলছে, দলের মধ্যে থাকা তুহিনবিরোধী পক্ষও সংগঠিত হয়েছে।

এ বিষয়ে তুহিন বলেন, বিগত দিনে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিপদে-আপদে আমাকে পাশে পেয়েছে। তাদের অনুরোধে প্রার্থী হিসেবে কাজ শুরু করেছি। দলের কাছে মনোনয়ন চাইব। বিএনপি সমর্থন দিলে প্রার্থী হব, না হলে যাকে দেবে তার পক্ষে কাজ করব।

বৈশ্বিক মহামারী করোনার সময়ে খুলনার মানুষের জন্য শতাধিক অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে ব্যাপক আলোচনায় আসেন শফিকুল আলম তুহিন। অক্সিজেন সেবা নিশ্চিত করতে ‘করোনা কল সেন্টার’ স্থাপন করেন। মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেন।

কর্মহীন মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেন এবং আর্থিক সহযোগিতা করেন। এমনকি নগরবাসীর সুবিধার্থে নিজ উদ্যোগে পরিত্যক্ত পুকুর সংস্কার করে মাছ অবমুক্ত করেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছেন।

খুলনা-২ আসন ঐতিহ্যগতভাবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। এখানে একাধিকবার দলবদল, শক্ত প্রতিদ্বন্দ্বিতা ও পরিবর্তন দেখা গেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এখানে এগিয়ে থাকলেও, বিএনপি বরাবরই একটি শক্তিশালী ভিত্তি ধরে রেখেছে। আসন্ন জাতীয় নির্বাচনে মহানগর সভাপতি শফিকুল আলম মনা এবং আসনটির সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ আসন থেকে ধানের শীষের দাবিদার।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম তুহিন বলেন, ‘খুলনা-২ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এ আসনের মানুষ দীর্ঘদিন ধরে পানির সংকট, বেকারত্ব, শিল্পকারখানার অবক্ষয় ও পরিবেশগত বিপর্যয়ে ভুগছে। আমি যদি মনোনয়ন পাই এবং জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করেন, তাহলে প্রথমেই আমি এই সমস্যাগুলো সমাধানে কাজ করব।’

তিনি বলেন, ‘মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য আধুনিক শিক্ষার সুযোগ এবং শিল্প পুনর্জাগরণের পরিকল্পনা আমার অগ্রাধিকার হবে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের জন্য টেকসই অবকাঠামো তৈরি ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি—আমি সে দিকেই মনোযোগ দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১০

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১১

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১২

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৩

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৪

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৫

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৬

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৭

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৯

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

২০
X