বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁও টেক্সটাইল মিল চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সোনারগাঁও টেক্সটাইল মিল লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। ছবি : কালবেলা
সোনারগাঁও টেক্সটাইল মিল লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। ছবি : কালবেলা

বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল প্রাইভেট লিমিটেডের কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাড়ে ১২ লক্ষাধিক টাকা সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর সার্টিফিকেট অফিসার আজহারুল ইসলাম স্বাক্ষরিত পৃথক গ্রেপ্তারি পরোয়ানার নথি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ নথিটি পাঠানো হয়।

পরোয়ানাভুক্ত দুজন হলেন বরিশাল নগরীর রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইল মিল লিমিটেডের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক মো. আনোয়ার হোসেন।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রাজকীয় প্রাপ্য আদায় বিষয়ক ১৯১৩ সালের ৪, ৫ ও ৬ ধারানুসারে সার্টিফিকেট দেনাদার এ কে এম আজিজুর রহমান ও আনোয়ার হোসেনের নিকট বকেয়া ভূমি উন্নয়ন কর বাবদ ১০ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা এবং এর সুদ বাবদ ২ লাখ ১ হাজার ২৩ টাকাসহ মোট ১২ লাখ ৭৮ হাজার ৭৩ টাকা সরকারি পাওনা। এজন্য সরকারি দাবি আদায় আইনের ১৯১৩ এর ২৯ ধারা মতে ২০২৪ সালের ২১ মার্চ সার্টিফিকেট মামলা করা হয়।

পরোয়ানায় আরও বলা হয়, উল্লেখিত মোট টাকা সার্টিফিকেট দাবিদারের অনুকূলে এ সার্টিফিকেট সংশ্লিষ্ট সম্পূর্ণ টাকা পরিশোধ হয়নি। উল্লেখিত সার্টিফিকেট দেনাদার উল্লেখিত টাকাসহ এ প্রক্রিয়া ব্যয় বাবদ মোট ১২ লাখ ৭৮ হাজার ৭৩ টাকা পরিশোধ না করেন তাহলে তাকে গ্রেপ্তার করে যত সম্ভব দ্রুত আদালতে উপস্থিত করবেন।

একই সঙ্গে এ পরোয়ানা কোন দিন কীভাবে জারি হয়েছে অথবা জারি না হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনসহ চলতি বছরের ১৬ নভেম্বর বা এর পূর্বে এ কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে পরোয়ানার আদেশে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি স্বীকার করে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) ও সার্টিফিকেট অফিসার আজহারুল ইসলাম জানান, সরকারি বকেয়া আদায়ের জন্য গত মাসে আমরা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ করেছিলাম। তিনি আমার কার্যালয়ে এসে কিস্তিতে টাকা পরিশোধের অঙ্গীকার করেছিলেন। এ সময় তিনি দুই লাখ টাকার একটি পে-অর্ডার দিয়ে গিয়েছিলেন। বাকি টাকা মাসে মাসে দেবেন বলে অঙ্গীকার করে।

কিন্তু কিস্তি পরিশোধের ধার্যতারিখে আর বকেয়া পরিশোধ করেনি। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টিতে গুরুত্ব দেননি। তাই বিধি মোতাবেক কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে টাকা আদায়ে ব্যর্থ হলে আমরা তাদের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী সিভিল কোর্টে হস্তান্তর করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

১০

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

১১

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১২

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

১৩

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

১৪

‘মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

১৫

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

১৬

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

১৭

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

১৮

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

১৯

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

২০
X