রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
রংপুরে ‘তিস্তার ডাক’ কর্মসূচি

নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

‘সর্বস্তরের ছাত্র জনতার’ ব্যানারে তিস্তার ডাক নামে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ছবি : কালবেলা
‘সর্বস্তরের ছাত্র জনতার’ ব্যানারে তিস্তার ডাক নামে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের আমলে নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর জিলা স্কুল মোড়ে ‘সর্বস্তরের ছাত্র জনতার’ ব্যানারে তিস্তার ডাক নামে এ কর্মসূচি থেকে মানুষের কণ্ঠে উচ্চারিত হয়- ‘আর সময় নয়, নভেম্বরের মধ্যেই শুরু হোক তিস্তা মহাপরিকল্পনার কাজ।’

এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অবস্থান কর্মসূচি থেকে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, মানুষের দীর্ঘদিনের আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো এ ইস্যুতে সরব হয়েছে এবং সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকেও তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা বলা হয়েছে। এগুলোকে আন্দোলনের ফসল মনে হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে কাজ শুরু করতে হলে প্রথমত প্রকল্প পরিচালক নিয়োগ, তিস্তা এলাকায় অফিস স্থাপন সরকারের পক্ষ থেকে ২ হাজার ৪১৫ কোটি টাকার একনেকে পাস করতে হবে। কিন্তু নির্বাচনকালীন সরকারের পক্ষে সে সময় কাজ শুরু করা সম্ভব হবে না বলে আমরা আশঙ্কা করছি। এজন্য নভেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে।

জামায়াতে ইসলামীর রংপুর জেলা কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেন, রংপুরবাসীকে নিয়ে বারবার তামাশা করা হয়। আমরা আর টালবাহানা দেখতে চাই না। তিস্তাপারের মানুষ দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে, অন্তর্বর্তী সরকারকে এই দাবি বাস্তবায়ন করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার। এরপরও রংপুরের মানুষের কেন আন্দোলন করতে হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির বলেন, পরিবেশ উপদেষ্টা গত ৫ ফেব্রুয়ারি কাউনিয়ার তিস্তা সেতুর কাছে সমাবেশ করে কথা দিয়েছেন। তিস্তাপারের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। তারা কথা দিয়েছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, তিস্তা মহাপরিকল্পনা বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহির ফয়সালের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ, রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী মুদাব্বির মারুফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় গুলিবিদ্ধ ভারতীয় গায়ক

দক্ষিণ এশিয়ায় ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠছে : পিএসও

দেশের রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

‘প্রসূতি ও স্ত্রীরোগের সার্জারির সময় মূত্রথলি ও মূত্রনালি ক্ষতিগ্রস্ত হতে পারে’

বনানীতে মি. ডি আই ওয়াই-এর অষ্টম স্টোর উদ্বোধন

সরকারে থাকা দলীয় লোকদের সরিয়ে দিতে হবে : রিজভী

ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের প্রতারণা বন্ধে মেটার নতুন উদ্যোগ

রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে প্রস্তাবনার প্রতিবাদ

চাকরি দিচ্ছে সিম্ফনি মোবাইল, আবেদন করুন এখনই

১০

রয়টার্সের জরিপ / ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান অধিকাংশ মার্কিনিরা

১১

লিগ বর্জন করবে না ঢাকার ক্লাবগুলো

১২

থানায় আসামির ছবি তুলে সাবেক শিবির নেতা আটক

১৩

আ. লীগ কার্যালয় ‘দখল’ ঘিরে বিতর্ক, এনসিপির দাবি ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থান’

১৪

ফেসবুকে ফ্রি ভেরিফিকেশন পেতে যা করতে হবে

১৫

এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন : নাহিদ ইসলাম

১৬

টাকার বিপরীতে ডলারের দাম আরও বাড়ল

১৭

প্রতিবন্ধী হয়েও হার না মানা রিপনের পাশে দাঁড়াল ইউএনও

১৮

আবারও বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

১৯

নন-ক্যাডার পদে নিয়োগবিধি নিয়ে নতুন বার্তা সারজিসের

২০
X