ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের মাঠে হাট, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়া এবং স্কুল মাঠে নিয়মিত হাট বসানোর প্রতিবাদে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় ও দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী একত্র হয়ে স্কুল মাঠে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’, ‘হাটমুক্ত করো স্কুল মাঠ’, ‘বাউন্ডারি নির্মাণ করো এখনই’- এমন স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ।

বিদ্যালয় দুটির চারপাশে বাউন্ডারি না থাকায় হাটের দিনগুলোতে স্কুলমাঠে ক্রেতা-বিক্রেতা, গবাদি পশু ও বহিরাগত লোকজনের ভিড়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের। হাটের ময়লা-আবর্জনা ও কোলাহলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও জানানো হয়। এ সময় আন্দোলনকারীদের স্লোগান শুনে এলাকার সাধারণ মানুষও মাঠে জড়ো হন এবং আন্দোলনের প্রতি সংহতি জানান।

বিক্ষোভে বক্তারা বলেন, বহুদিন ধরে প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুল মাঠের অবৈধ দখলদার উচ্ছেদ ও স্থায়ী বাউন্ডারি নির্মাণের দাবি জানান তারা।

এতে বক্তব্য রাখেন বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়, দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজুয়ারা বেগম এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ।

সভাপতি রাশেদুজ্জামান রাশেদ বলেন, মুক্তিযুদ্ধের আগেই এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আজও কোনো প্রাচীর নেই, এটি অত্যন্ত লজ্জাজনক। আমরা প্রশাসনের কাছে একাধিকবার সহযোগিতা চেয়েছি, কিন্তু তারা গড়িমসি করছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

তিনি আরও হুঁশিয়ারি দেন, স্কুল মাঠে হাট বসানো বন্ধ না হলে এবং দ্রুত বাউন্ডারি নির্মাণ না করলে আগামী দিনে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থান কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী কালবেলাকে বলেন, স্কুলে বাউন্ডারি না থাকায় আমরা নিরাপদ নই। ক্লাস চলাকালীন বাইরের বখাটে ছেলেরা মাঠে ঢুকে বিরক্ত করে। প্রতি বৃহস্পতিবার ও রোববার হাট বসানোর কারণে মাঠে খেলাধুলাও করা যায় না। এই অবস্থায় পড়াশোনা করা কষ্টকর হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা চাই, প্রশাসন দ্রুত বাউন্ডারি নির্মাণ করুক- না হলে পড়াশোনার পরিবেশ আরও খারাপ হবে।

অভিভাবক ও স্থানীয় সচেতন মহল জানান, স্কুল মাঠে হাট বসানোয় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি বারবার উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেগা প্রজেক্টের হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে হাসিনা : আশরাফ উদ্দিন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত

শুটিং সেটে গুরুতর আহত বনি সেনগুপ্ত

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

রাশিয়ার সামরিক গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

২ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত চুন্নুকে বাঁচানো গেল না

জুমার নামাজের রাকাত ছুটে গেলে যা করবেন

অষ্টম শ্রেণি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে

বঙ্গোপসাগরে আটক ৯ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর

১০

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

১১

শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান হতে পারে : ট্রাম্প

১২

ভারতে মুহূর্তেই পুড়ে ছাই যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

১৩

পশ্চিম তীর দখল হবে না, আশ্বস্ত করলেন ট্রাম্প

১৪

হাওরে ভাসছিল নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ 

১৫

২৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

যমুনা রেল সেতুর পিলারে ফাটল, ব্যাখ্যা দিল সেতু কর্তৃপক্ষ

১৭

রং-কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি, লাখ টাকা জরিমানা

১৮

বাকৃবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

১৯

খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

২০
X