

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার ৩টি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে।
পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. ওমর ফারুক বলেন, নতুন বাজার এলাকায় হকাররা পৌরসভার জায়গা দখল করে অবৈধ স্থাপনা বানিয়ে দীর্ঘ বছর ব্যবসা করে আসছিল। বারবার নোটিশ করা সত্ত্বেও তারা এসব স্থাপনা সরায়নি। অবশেষে নোটিশের সর্বশেষ তারিখের বেশ কয়েকদিন পর আজ ওইসব স্থাপনা ভেঙে দেয় পৌর কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, পৌর কর্মচারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫জন আহত হয়। অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ায় হকারসহ একদল দুর্বৃত্ত পৌরসভার তিনটি ময়লার পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা আগুন নেভায়।
পৌর প্রশাসক মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, দখলবাজরা দীর্ঘ বছর ধরে পৌরসভার জায়গা দখলে নিয়ে নিজেদের ব্যবসায়িক কেন্দ্র খুলে বসেছে। ফলে কর্তৃপক্ষ পৌরবাসীর স্বার্থে এবং শহরে যানজট নিরসন করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছেন।
ভোলার পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক বলেন, আগুনের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন