

গাইবান্ধা সদর উপজেলায় দোকানে চা না খাওয়ায় রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শাহজাহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছেন পাঁচ শতাধিক মানুষ। সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কুমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীদের অভিযোগ, শাহজাহান মিয়ার দোকানে গ্রামবাসী চা না খেয়ে অন্য দোকানে খাওয়ায় রাস্তা গর্ত করে বাঁশের ঝোপঝাড় ও কাঁটা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন তিনি।
জহুরুল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, সামান্য চা খাওয়াকে কেন্দ্র করে এরকম একটি কাণ্ড করলেন তিনি। তার দোকান থেকে গ্রামের মানুষ চা না খাওয়ায় রাস্তা কেটে গর্ত করে বাঁশের ঝোপঝাড় ও কাটা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। তিন দিন ধরে আমরা চলাচল করতে পারছি না। ৫০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অটোরিকশাচালক হামিদ বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ায় অটো, ভ্যান, মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাচ্ছে না। দ্রুত চলাচল স্বাভাবিক ও চা দোকানদার শাহাজাহানের শাস্তি চাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো ব্যবস্থা নেননি তিনি।
রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, রাস্তা বন্ধ করায় স্কুল যেতে সমস্যা হচ্ছে।
পথচারী জাহিদ নামের একজন বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ায় সাইকেল হাতে করে তুলে পার হতে হচ্ছে।
চা দোকানদার শাহজাহান মিয়া বলেন, আমার পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে চলাচল করতে দেব না। এটি কোনো রাস্তা ছিল না, এখানে ভাটা থাকাকালীন অবস্থায় এ রাস্তাটি হয়। চা খাওয়া না খাওয়া নিয়ে রাস্তা বন্ধ করিনি। আমার জমি দিয়ে রাস্তা দেব না, তাতে তো আমার দোষ দেখছি না, ম্যাপের রাস্তা বের করে চলাচল করলেই তো হয়।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান কালবেলাকে বলেন, বিষয়টি অবগত আছি। জমির মালিক শাহজাহান মিয়াকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। আশা করি সমাধান হবে।
মন্তব্য করুন